সেনার ট্রাকেই কাঠ পাচার! নিউ জলপাইগুড়িতে লক্ষাধিক টাকার শালগাছ উদ্ধার

07:22 PM Sep 27, 2023 |
Advertisement

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: সেনাবাহিনীর ট্রাকে কাঠ পাচারের অভিযোগ উঠল নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থানা এলাকায়। বুধবার সন্ধেয় শাল কাঠ ভর্তি একটি ট্রাক আটক করে বনকর্মীরা। গাড়িটি থেকে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, একজনকে আটক করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেনার ট্রাকে কাঠ পাচারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য় ছড়িয়েছে। এর পিছনে কে বা কারা রয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কাঠ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এদিন নিউ জলপাইগুড়ি থানার এলাকার ডাকগ্রাম রেঞ্জের বনকর্মীরা কাঠভরতি ট্রাকটি আটক করেন। বৈকুণ্ঠপুর থেকে শাল গাছ এনে নিউ জলপাইগুড়ি এলাকায় চেরাই করা হয়। এদিনও কাঠ চেরাই করার পর পাচারের ছক ছিল। তবে বনকর্মীদের তৎপরতায় পাচারকারীদের সেই ছক ভেস্তে যায়। ভরসন্ধের এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত, জরিমানা হাজার টাকা]

লক্ষাধিক মূল্যের শাল কাঠ কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাও জানার চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা। সেনাবাহিনীর ট্রাক কীভাবে পাচারকারীদের কাছে এল, তা নিয়েও ঘনাচ্ছে রহস্য।

[আরও পড়ুন: আধঘণ্টার নোটিসে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সময়ের আগেই হাজির আইনমন্ত্রী মলয় ঘটক]

Advertisement
Next