এসআইআরের (West Bengal SIR) কাজে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন এসআইআরের দায়িত্বে থাকা কর্মী শম্পা রায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে। তিনি বিডিও অফিসে এসআইআরের কাজের দায়িত্বে ছিলেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআরের শুনানি (SIR Hearing) কেন্দ্রে ডাটা এন্ট্রির দায়িত্বে ছিলেন। আজ, শনিবার সকালে তিনি শুনানি কেন্দ্রে যাচ্ছিলেন। সহকর্মী পায়েল মোহন্তের স্কুটি চড়ে শম্পা এদিন যাচ্ছিলেন। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ঘটে ওই দুর্ঘটনা। দশ দরগা এলাকার উপর দিয়ে যাওয়ার সময় উলটো দিক থেকে একটি ডাম্পার চলে আসে। ডাম্পারটি স্কুটিতে ধাক্কা মারে বলে অভিযোগ।
রাস্তায় ছিটকে পড়েন দু'জনে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকেন শম্পা। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাঁদের উদ্ধার দু'জনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা শম্পাকে মৃত বলে ঘোষণা করেন। সহকর্মী পায়েলও দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি গতি বাড়িয়ে পালায় বলে খবর। ঘাতক গাড়িটির খোঁজ করছে পুলিশ। দুর্ঘটনার খবর বিডিও অফিস ও পরিবারের লোকেদের জানানো হয়। কান্নার রোল উঠেছে বাড়িতে। সহকর্মীরা দুঃসংবাদ শুনে গভীরভাবে শোকাহত।
