shono
Advertisement

Breaking News

Naihati

প্রতিবেশী ছাত্রকে অতর্কিত হামলা, ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ যুবকের! চাঞ্চল্য নৈহাটিতে

পুলিশ তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে।
Published By: Suhrid DasPosted: 12:27 PM Dec 10, 2025Updated: 12:27 PM Dec 10, 2025

অর্ণব দাস, বারাকপুর: এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ প্রতিবেশী যুবকের! হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। পুলিশ তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শুভ মজুমদার। কিন্তু কী কারণে ওই আক্রমণ? সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে বলে খবর। গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ির সদস্যদের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। আক্রান্ত কিশোর হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা গুরুতর বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত বোরা কালীতলা এলাকার বাসিন্দা ওই যুবক। ওই এলাকারই বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র দেবাংশ সরকার। মঙ্গলবার রাতে শুভ সরকার ওই কিশোরকে পাকড়াও করেছিলেন। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে পরপর কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্র। অতর্কিত ওই হামলায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কোনওরকমে ওই কিশোরকে হামলাকারীর হাত থেকে উদ্ধার করা হয়। সেই সুযোগে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। রক্তাক্ত ওই ছাত্রকে দ্রুত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ছাত্রের বাড়ি থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। রাতে এলাকারই একটি বাগান থেকে ওই যুবককে পাকড়াও করা হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত কিশোরের পরিবার। কিন্তু কী কারণে হামলা? ওই যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুভ মজুমদার মানসিক ভারসাম্যহীন। কিন্তু তিনি অস্ত্র পেলেন কোথা থেকে? সেই প্রশ্নও উঠেছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ প্রতিবেশী যুবকের!
  • হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।
Advertisement