নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় নকল করার চেষ্টা ব্যর্থ৷ পরীক্ষাকেন্দ্রে ঢোকার পথেই হাতেনাতে গ্রেপ্তার তিন যুবক৷ অভিযোগ, ক্রেডিট কার্ডের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করে তারা৷ সেই সময় ওই যুবকেরা ধরা পড়ে যায়৷
ক্রেডিট কার্ড নিয়ে বনগাঁর কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতনের পরীক্ষাকেন্দ্রে ঢুকছিল এক যুবক। ওই ক্রেডিট কার্ডের মধ্যে ছিল সার্কিট, ব্যাটারি, স্পিকার। দূরের কোনও মানুষের সঙ্গে ওই ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করলে সহজে বোঝার উপায় নেই পাশে বসে থাকা ব্যক্তিরও। রবিবার বুক পকেটে এমন ক্রেডিট কার্ড নিয়ে রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষাকেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ঢুকছিল সে। প্রবেশপথে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীরা প্রাথমিকভাবে তাকে ছেড়ে দেয়৷ তবে ক্রেডিট কার্ডটি দেখে সন্দেহ হয় এক পুলিশকর্মীর। তাকে ডেকে আনা হয় পরীক্ষাকেন্দ্রের বাইরে। ভালভাবে তাঁর শরীর তল্লাশির পর ক্রেডিট কার্ডের ভিতর থেকে উদ্ধার হয় ইলেকট্রনিক ডিভাইস৷ সুধাংশু বিশ্বাস নামে ওই যুবককে প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃত যুবক নদিয়ার বাসিন্দা৷
[আরও পড়ুন: ডাক্তার হওয়ার স্বপ্ন চুরমার, মা-মেয়ের দেহ ফিরল দুর্গাপুরে]
এছাড়াও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অভিযোগে গোপালনগর থেকেও পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে৷ ধৃত অমিত মণ্ডলকে নাহাটা সারদাসুন্দরী বালিকা বিদ্যালয় থেকে ও সোমনাথ ঘোষকে নাহাটা মহাবিদ্যালয় থেকে মোবাইল-সহ গ্রেপ্তার করে পুলিশ৷ এমন ক্রেডিট কার্ড দেখে হতবাক পরীক্ষক থেকে পরীক্ষাকেন্দ্রের পুলিশকর্মীরা। ক্রেডিট কার্ডের মধ্যে লুকিয়ে রাখা ডিভাইসটি পরীক্ষানিরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: পর্যবেক্ষকের সামনেই বিবাদে জড়ালেন তৃণমূল বিধায়করা, পুরুলিয়ায় প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব]
রবিবার রাজ্য পুলিশের কনস্টেবলের পরীক্ষা ছিল। সারা রাজ্যের পাশাপাশি বনগাঁ মহকুমার ৩৭টি স্কুলে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই পরীক্ষা নেওয়া ব্যবস্থা করেছিল প্রশাসন। তাই ব্যর্থ হল নকলের চেষ্টা৷
