সুমন করাতি, হুগলি: বাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বেনেপুকুর এলাকায়। মৃত ওই যুবকের নাম দেবজ্যোতি নন্দী। দমকলকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লাগল? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকলকর্মীরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
আরামবাগের বেনেপুকুরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃণালকান্তি নন্দী। তিনি সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন। বেশ কয়েক মাস আগেই তিনি কর্মক্ষেত্র থেকে অবসর নিয়েছিলেন বলে খবর। স্ত্রীকে নিয়ে বাইরে গিয়েছিলেন তিনি। ওই বাড়িতে একাই ছিলেন বছর ২৫-এর একমাত্র সন্তান দেবজ্যোতি নন্দী। রাতে অন্যান্য দিনের মতোই তিনি ঘুমাতে গিয়েছিলেন বলে খবর। আজ রবিবার ভোরে ওই বাড়ি থেকে ধোয়া বেরোতে দেখা যায়। ধোয়া দেখে স্থানীয়রাই প্রথমে সেখানে যান। বাইরে থেকে ডাকাডাকি করেও কারও সাড়া পাওয়া যায়নি।
এরপর পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। বাড়ির দরজা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন। দমকলকর্মীরা বাড়ির ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন। শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। দ্রুত তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিনে জানা গিয়েছে, আগুনে ওই বাড়ির ভিতরের ঘর-সহ বহু আসবাব পুড়ে গিয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা সেই আগুন নেভান। কিন্তু কীভাবে আগুন লাগল? প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। রাতে ঘরে এসি চলছিল। সেই এসি বাস্ট করেও আগুন ধরতে পারে। সেই আশঙ্কার কথাও উঠে আসছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকম আধিকারিকরা। আরামবাগ থানার পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবকের বাবা-মাকেও মোবাইল ফোন মারফত দুঃসংবাদ জানানো হয়েছে।