shono
Advertisement

Breaking News

‘বিশের বিষ’নিয়ে তৈরি রুদ্রনীলের বিশেষ কবিতা, ছন্দে ফেরালেন গোটা বছরের স্মৃতি

নতুন বছরে কী প্রত্যাশা রুদ্রনীলের? জানালেন মনের সেই কথা।
Posted: 02:14 PM Dec 31, 2020Updated: 02:16 PM Dec 31, 2020

সুপর্ণা মজুমদার: জীবনের খাতায় আরও এক বছরের অধ্যায় সম্পূর্ণ। জোড়া বিশের এই বছর নীলকণ্ঠের গরলের চাইতে কোনও অংশে কম ছিল না। করোনা, আমফান, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুতের মতো তারকাদের চলে যাওয়া। মানুষের পরিযায়ী তকমা পাওয়া। জীবনে আইসোলেন, স্যানিটাইজার, মাস্কের গুরুত্ব বোঝা। বোঝার এই বোঝা নিয়েই প্রায় গোটা বছরটা কাটল। রাত পোহালেই নতুন বছর। সুদিন ফেরার আশায় গোটা বিশ্ব। তার আগে অতীতের পাতার ঘটনাবহুল এই বছরকে কবিতার মাধ্যমে স্মরণ করলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ছন্দে ফেরালেন বিশেষ বিষাক্ত স্মৃতিগুলি।

Advertisement

নতুন বছর থেকে রুদ্রনীল ঘোষের কী প্রত্যাশা? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “কেন্দ্র, রাজ্য যেকোনও সরকারই এমন কিছু সিদ্ধান্ত নিক যেটা রাজনৈতিক আকচা-আকচির বাইরে গিয়ে শুধু মানুষের যে ক্ষতি হয়েছে সেইটুকু যেন পূরণ করে। একা ভাল থাকা যায় না। অনেককে নিয়েই আমি। ওঁরা রুদ্রনীল বলে ডাকে বলেই আমি রুদ্রনীল। তো তাঁরাই যদি ভাল না থাকে, তাহলে আমার একা ভাল থেকে তো লাভ নেই।”  

[আরও পড়ুন: শীতকাতুরে বাঙালি অনির্বাণের জ্বালায় অতিষ্ঠ ঋদ্ধিমা! ভিডিওয় দেখুন দু’জনের কাণ্ড]

   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement