shono
Advertisement

‘৫০ শতাংশ বিয়ে ডিভোর্সে গড়ায়…’, সপ্তাহান্তে উপলব্ধি মিমি চক্রবর্তীর

ঠিক কী বললেন অভিনেত্রী?
Posted: 12:42 PM Aug 06, 2023Updated: 12:42 PM Aug 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি স্বাধীনচেতা নারী। নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। বন্ধুমহলে সকলে বিয়ে করে সংসার পাতলেও ‘সাত পাক’ নিয়ে মিমি চক্রবর্তী কিন্তু এখনও ‘স্পিকটি নট’! মুক্তির অপেক্ষায় তাঁর একাধিক ছবি। যেথালিকায় রয়েছে ‘রক্তবীজ’, ‘পোস্ত’র হিন্দি রিমেক। তবে সাংসদ-অভিনেত্রী কবে বিয়ে করছেন? সেই কৌতূহল সব মহলেই।

Advertisement

মাঝেমধ্যেই কনে সাজে ফটোশুট করে ভক্তদের তাক লাগিয়ে দেন মিমি চক্রবর্তী। শাঁখা-পলা, লাল বেনারসি-চেলি পরনে দেখে অনুরাগীদেরও ষোলো আনা ইচ্ছে তাঁকে ছাতনাতলায় দেখার। এবার সপ্তাহান্তে বিয়ে নিয়ে মিমি নিজের উপলব্ধি জানালেন।

শনিবার ইনস্টাস্টোরিতে সাংসদ-অভিনেত্রী এক মজার স্টেটাস শেয়ার করেছেন। যেখানে লেখা- ‘৫০ শতাংশ বিয়ে ডিভোর্সে গড়ায়, তবে ১০০ শতাংশ পিৎজা ডেলিভারি খুশি বয়ে আনে। অতঃপর পিৎজা- ১…. ভালবাসা- শূন্য…’।

[আরও পড়ুন: ক্রিকেট কোচের ভূমিকায় অভিষেক! জুনিয়র বচ্চনকে শুভেচ্ছা সৌরভ-শেহওয়াগ-যুবরাজদের]

প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক মজার রিল ভিডিওতে বিয়ে-সংসার নিয়ে নিজের উপলদ্ধি শেয়র করেছেন মিমি চক্রবর্তী। যেখানে রেস্তরাঁয় খাবার উপভোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। আর সেই সঙ্গেই ভিডিওর নেপথ্যে মেসেজ- যেখানে আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে, সেখানে আমার শিশুসুলভ আচরণই এখনও যাচ্ছে না। উল্লেখ্যে, ঠিক তার আগেই রাজ-শুভশ্রী নিজের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেছিলেন। এবার পিৎজা লাভার মিমি ভালবাসার থেকে পিৎজাকে এগিয়ে রাখলেন। তবে সঙ্গে একটা দুঃখ ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: কমনওয়েলথে ‘তেরঙ্গা’ হাতে মাধবনপুত্র বেদান্ত, সোনার টুকরো ছেলের জন্য গর্বিত বাবা ‘ম্যাডি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার