সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীমণির জীবনে একের পর এক ঝড়। একদিকে স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছেন, অন্যদিকে, ঝড়-ঝাপ্টা সামলে একাই বড় করছেন ছেলে রাজ্যকে। এরই মাঝে যে মানুষটির কাছে নিশ্চিন্তের আশ্রয় পেতেন পরীমণি, তাঁকেও হারালেন। বৃহস্পতিবার প্রয়াত হলেন পরীমণির দাদু শামসুল হক গাজী। যাঁকে পরীমণি নানু বলে ডাকতেন।
খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন পরীমণি। নানুর কাছেই তাঁর বড় হওয়া। পরীমণির জীবনে যখনই ঝড় উঠেছে তখনই তিনি পাশে পেয়েছেন নানুকে। এমনকী, মাদককাণ্ডে যখন পরীমণির হাজতবাস হল, তখন এই নানুই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন। জীবনের সবচেয়ে কাছের মানুষকেই এবার হারালেন পরীমণি।
[আরও পড়ুন: ‘পাঠান’, ‘জওয়ান’-এর পথে শাহরুখের ‘ডাঙ্কি’ও? মুক্তির আগেই লাভের ঘরে ১০০ কোটি]
দাদুর মরদেহ নিয়ে জন্মস্থান পিরোজপুরের ভান্ডারিয়ায় যান পরীমণি। সেখানে দিদিমার মরদেহর পাশেই কবর দেওয়া হয় তাঁর দাদুকে। অভিনেত্রীর ঘনিষ্ঠরা বলছেন, পরীমণি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়েছেন। যিনি ছিলেন অভিনেত্রীর আদর্শ। এই শোক ভোলার নয়।