সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুজোয় মুক্তি পেয়েছে চার-চারটে বাংলা ছবি। ‘রক্তবীজ’, ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’ এবং ‘জঙ্গলে মিতিন মাসি’। সবকটি ছবিতেই তারকামুখের ভীড়। বিশেষভাবে ‘দশম অবতার’ এবং ‘রক্তবীজ’-এ। আর তাতেই দাপিয়ে ব্যাটিং করছে টলিউড ব্রিগেড। পুজোর মরসুমে মুক্তি পেয়েছে টাইগার শ্রফের ‘গণপত’ও। তবে বাংলার সিনেমাহলে দর্শকদের রায়ে সেই হিন্দি ছবি ছিটকে গিয়েছে দৌড়ে। কিন্তু টলিউডের রেসে কে এগোল? সেই কৌতূহল থাকা অস্বাভাবিক নয়!
লাফিয়ে লাফিয়ে বাড়ছে ‘দশম অবতার’-এর বক্স অফিস গ্রাফের অঙ্ক। পাঁচ দিনেই যা আয় হয়েছিল, গত দু’দিনে তার থেকে আরও ২ কোটি বেশি কামাই হল। লক্ষ্মীর কৃপায় মাত্র সাত দিনেই ‘দশম অবতার’-এর ক্যাশবাক্স উপচে পড়েছে। ব্যবসার নীরিখে ‘দশম অবতার’ এগিয়ে থাকলেও সিনে সমালোচকদের কলমে প্রশংসা কুড়িয়েছে ‘রক্তবীজ’। দেবের ছকভাঙা অভিনয়ে দর্শকদের রায়ে ‘বাঘাযতীন’-এর ভাঁড়ারও ভরপুর।
[আরও পড়ুন: ‘রক্তবীজ-এর বক্স অফিস রোজগার দর্শকদের ভালবাসা’, ৩ কোটি পেরতেই আপ্লুত শিবপ্রসাদ]
বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী, মাত্র ৭ দিনের মধ্য়েই সৃজিতের এই ছবি ব্যবসা করেছে ৪.৫ কোটিরও বেশি। অন্যদিকে, ‘রক্তবীজ’ও পিছিয়ে নেই। প্রথমবার পুজো রিলিজ দিয়েও সুপারহিট উইন্ডোজ। মাত্র ৬ দিনেই ব্যবসা ৩ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ‘বাঘাযতীন’ প্রযোজনা সংস্থার তরফে খবর, দেবের মার্কশিটেও ভালো নম্বর। মিমি-আবিরের সঙ্গে পাল্লা দিয়ে ক্যাশবাক্সে ঢুকেছে ৩ কোটি টাকা। আশা করা হচ্ছে, ‘টাইগার’ রিলিজের আগে এই ৩টি বাংলা সিনেমাই চুটিয়ে ব্যবসা করবে। অতঃপর বাংলা ছবির সুদিন যে ফিরছে, তা এই পুজোয় চাঙ্গা বক্সঅফিসেই বোঝা গেল।