shono
Advertisement

‘জওয়ান’ জ্বরে কাবু টেলিপাড়া, হলের বাইরে ‘রাঙাবউ’, ‘ছলেয়া’ হয়ে নাচ ‘ফুলকি’র রোহিতের

'গাঁটছড়া'র অনিন্দ্য আবার 'শাহরুখ ভক্ত' টি-শার্ট পরে হাজির।
Posted: 05:04 PM Sep 08, 2023Updated: 05:04 PM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আট থেকে আশি সকলের মুখে একটাই শব্দ ‘জওয়ান’ (Jawan)। বাংলার টেলিপাড়াই বা কম যায় কেন? সেখানেও তো শাহরুখের একাধিক ‘জাবড়া ফ্যান’ রয়েছে।

Advertisement

ভারতলক্ষ্মী স্টুডিওতে হয় ‘রাঙাবউ’ সিরিয়ালের শুটিং। সামনেই নবীনা সিনেমা হল। তুমুল চিৎকার। শাহরুখ… শাহরুখ…। আবার চিৎকার জওয়ান… জওয়ান…। এমন অবস্থায় শুটিংয়ে কি আর মন টেকে? শ্রুতির তো একদমই নয়। তাই তো স্টুডিওর বাইরে এসে ‘জওয়ান ফিভার’-এর সাক্ষী হলেন অভিনেত্রী। আর সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ‘খোকার ভবিষ্যদ্বাণীই সত্যি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর সংলাপেই ‘জওয়ান’ শাহরুখের প্রশংসা সৃজিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার