shono
Advertisement

Breaking News

চরম ‘অপমানিত’ সঞ্জীব চট্টোপাধ্যায়! আইনি পদক্ষেপের সিদ্ধান্ত সাহিত্যিকের

মুখ খুললেন সাহিত্যিকপুত্র অপূর্ব চট্টোপাধ্যায়।
Posted: 08:29 PM Sep 17, 2023Updated: 08:29 PM Sep 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক পোস্ট থেকেই বিতর্কের সূত্রপাত। অপমানের শিকার সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। সম্প্রতি একটি গ্রুপের পোস্ট থেকেই নেটপাড়ায় শোরগোল। যে বিষয়ে মুখ খুললেন সাহিত্যিকপুত্র অপূর্ব চট্টোপাধ্যায়।

Advertisement

সংবাদমাধ্যমের কাছে উষ্মা প্রকাশ করে অপূর্ব জানিয়েছেন, “সম্প্রতি একটি গ্রুপের পোস্ট দেখে চমকে গিয়েছিলাম। যেখানে প্রথমেই চোখে পড়ে রাজনৈতিক ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। পিছনেই তাঁর নিরাপত্তারক্ষী। নেতার পরনে পাঞ্জাবি। মাথায় গামছা দিয়ে ফেট্টি বাঁধা, আর তার পিছন থেকে উঁকি মারছে ময়ূরপুচ্ছ।” তারপর? না এতটা অবধি কোনও গণ্ডগোল নেই! তবে সেই পোস্টে লেখা- ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন সঞ্জীব চট্টোপাধ্যায়।’ আর সেই থেকেই বিতর্কের সূত্রপাত।

[আরও পড়ুন: মানুষ হয়েও তাঁরা ছিলেন পাখি! পুরনো কলকাতার রূপচাঁদ পক্ষী ও তাঁর দলের কথা জানেন?]

নেটপাড়ার একাংশ, যাঁরা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ বইটি সম্পর্কে অবগত নন, তাঁরা অনবরত আক্রমণ করে চলেছেন তাঁকে। অনেকেরই আবার মন্তব্য, ‘সাহিত্যিকের প্রতি আমার শ্রদ্ধা চলে গেল।’ আবার কেউ কেউ ভেবেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় সম্ভবত অভিষেকের সঙ্গে শ্রীকৃষ্ণের তুলনা টেনেছেন। অতঃপর সাহিত্যিককে ‘মূর্খ’ বলার ধৃষ্টতাও দেখিয়েছেন তাঁরা কমেন্ট বক্সে। ওই পোস্টে এমন ছবি আর ক্যাপশন দেখে চটে গিয়েছেন সাহিত্যিকপুত্র অপূর্ব চট্টোপাধ্যায়ও।

সেই প্রেক্ষিতেই বিরক্তি প্রকাশ করে সঞ্জীবপুত্র অপূর্বর মন্তব্য, কোন গ্রুপ একাজ করেছে, সেটা বলছি না। কারণ তাঁদের উপর আলোকপাত না করাই শ্রেয়! কুয়োর ব্যাঙকে সমুদ্রে মানায় না। অন্ধকার, বদ্ধ কুয়োই তাদের শ্রেষ্ঠ বাসস্থান। সঞ্জীব গুণমুগ্ধদের একাংশ আবার ক্ষোভপ্রকাশ করে বলছেন, “সাহিত্য অ্যাকাদেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক নিয়ে ছেলেখেলা হচ্ছে?”

[আরও পড়ুন: দুই হাসপাতালে ভরতি করানো যায়নি! প্রয়াত ‘হোক কলরব’-এর গীতিকার রাজীব আশরাফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement