ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তাঁকে একটু দেখবে বলে বছরভর বাড়ির সামনে ভিড় লেগে থাকে। কিন্তু অবাধ সুযোগটা মেলে কালীপুজোয় (Kali Puja 2020)। যে কোনও জায়গা থেকে যে কেউ তাঁর বাড়িতে আসতে পারেন। যতক্ষণ খুশি থেকে বাড়ির পুজো দেখে ফিরতে পারেন। কিন্তু এবার কোভিডের (Covid-19) জেরে পরিস্থিতি ভিন্ন। যার গুরুত্ব অনুযায়ী সমস্ত বিধি মেনে নিজের বাড়ির পুজো সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
[আরও পড়ুন: ‘পথ কুকুরের হত্যার বিচার চাই’, মেয়েকে নিয়ে থানায় হাজির হাসপাতালের সুপার]
এবার ছবিটা আমূল বদলে গিয়েছে। সকালেই এদিন রাজ্যবাসীকে কালীপুজো ও দীপাবলির (Diwali) শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু স্বাস্থ্যবিধির জন্য বাড়িতে অতিথিদের আসার ক্ষেত্রে ছিল কিছু নিয়ন্ত্রণ। বয়সের কারণে আনা হয়নি বৃদ্ধাশ্রমের কাউকে। অতিথি বলতে শুধু পরিবারের সদস্য আর দলীয় নেতৃত্বের মধ্যে হাতে গোনা দু-একজন। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পরিবারে নতুন অতিথি তাঁর ছেলে। কোলে কোলে ঘুরেছে সেও। কখনও নিজেই তাকে কোলে টেনে নিয়ে বসিয়েছেন মমতা।