দীপঙ্কর মণ্ডল: করোনার (Coronavirus) জেরে মার্চ থেকেই বন্ধ রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ। অনলাইনে ক্লাস চলছে ঠিকই। তবে কবে আবার স্কুল কিংবা কলেজে স্বশরীরে উপস্থিতি থেকে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবে তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে সোমবার এ সম্পর্কে আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী ডিসেম্বর থেকেই খুলবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে কবে থেকে স্কুলে ক্লাস হবে, সে বিষয়ে আলোচনা চলছে বলেই জানান তিনি।
সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানান, ডিসেম্বরে শুরু হবে কলেজ (College) ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের ক্লাস। তবে সেক্ষেত্রে সম্পূর্ণ কোভিড বিধি মানতে হবে। বাধ্যতামূলক মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার। এছাড়া দূরত্ববিধিও মানতে হবে। প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার আগে ভালভাবে জীবাণুমুক্ত করতে হবে। ক্লাস চলার মাঝেও স্যানিটাইজ করতে হবে। স্কুল খোলার ক্ষেত্রে যদিও এখনও ভাবনাচিন্তা চলছে। উল্লেখ্য, চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা একদিনে স্কুলে গিয়ে ক্লাস করেনি। মাধ্যমিক পরীক্ষার্থী ক্লাস করেছে মাত্র আড়াই মাস। সেক্ষেত্রে কীভাবে সিলেবাস শেষ করে তাদের পরীক্ষা নেওয়া হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেক্ষেত্রে দশম এবং দ্বাদশের ক্লাস চালু নিয়ে বেশি করেই ভাবনাচিন্তা চলছে। তবে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
[আরও পড়ুন: বাংলায় লোকাল ট্রেন চালুর ছাড়পত্র দিল নবান্ন, চূড়ান্ত সিদ্ধান্ত ৫ নভেম্বর]
শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী, কবে থেকে এবং কীভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে পারে তা নিয়ে কালীপুজোর ঠিক পরেই আবারও একটি বৈঠক হবে। সেই বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা করা হবে। ওই বৈঠকের যা যা আলোচনা হল সেই সংক্রান্ত যাবতীয় তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পাঠানো হবে। তারপরই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে যতদিন না স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে ততদিন অনলাইনেই চলবে পঠনপাঠন।