শাহজাদ হোসেন, ফরাক্কা: মিজোরামের পর দিল্লি। মালদহের পর মুর্শিদাবাদ। ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ গেল বাংলার তিন শ্রমিকের। শনিবার সকালে দুঃসংবাদ জানতে পারেন মৃতের পরিজনেরা। দিল্লির হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ বাড়ি নিয়ে আসা হবে।

মৃত শ্রমিকদের নাম গোকুল মণ্ডল(৪৪), শুভঙ্কর রায়(৩১) এবং ইসরাইল শেখ(৩৩)। তাঁদের মধ্যে গোকুল সামশেরগঞ্জের ধূলিয়ান পুরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটি এলাকার বাসিন্দা। শুভঙ্কর ধূলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনায় থাকতেন। ইসরাইলের বাড়ি ফরাক্কা থানার ইমামনগর গ্রামে। মাসদুয়েক আগে নিজের বাড়ি থেকে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে দিল্লির গাজিয়াবাদে গিয়েছিলেন সামশেরগঞ্জের পাহাড়ঘাটির তিন বাসিন্দা।
[আরও পড়ুন: ‘জবাবে অসন্তুষ্ট’, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তৃতীয় নোটিস রাজ্য শিশু সুরক্ষা কমিশনের]
অন্যান্য দিনের মতো শুক্রবারও রাজমিস্ত্রির কাজ করছিলেন তাঁরা। সেসময় অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ট হন তিন শ্রমিক। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুঃসংবাদ পান পরিবারের লোকজন। মৃতদের বাড়িতে ভিড় জমান স্থানীয় মানুষজন। দিল্লির হাসপাতালে ময়নাতদন্তের পরেই তাঁদের দেহ বাড়ি নিয়ে আসা হবে।