সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৯ বছর। তার মধ্যেই হারিয়ে দিলেন নোভাক জকোভিচকে। যে জকোভিচকে 'আদর্শ' বলে মানেন ইয়াকুব মেনসিক। মায়ামি ওপেনে জোকারকে হারিয়ে ইতিহাস গড়লেন চেক রিপাবলিকের টেনিস খেলোয়াড়। জীবনে প্রথম এটিপি ট্যুর জিতলেন তিনি, সেই সঙ্গে আপাতত রুখে দিলেন জকোভিচের ১০০তম ট্রফির স্বপ্নকে।

কিন্তু কে এই মেনসিক? ২০০৫ সালে জন্ম তাঁর। চেক রিপাবলিকের উঠতি তারকার জন্মেরও দু'বছর আগে পেশাদার টেনিসে পা রাখেন জকোভিচ। প্রথমবার তিনি নজরে আসেন ২০২২ সালে অস্ট্রেলীয় ওপেনের জুনিয়র পর্যায়ের ফাইনালে উঠে। সেবার অবশ্য ট্রফি জিততে পারেননি। ২০২৩-এ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেও ওঠেন। এরপর দোহার এটিপি ফাইনালে হারিয়েছিলেন অ্যান্ডি মারে, অয়ান্দ্রে রুবলেভদের।
আর অবশেষে 'ছোটবেলার আদর্শ'কে মায়ামি ওপেনে হারালেন। ফাইনালে ৭-৬, ৭-৬ ব্যবধানে জিতলেন তিনি। যাকে অনেকে সাম্প্রতিক সময়ের সেরা অঘটন বলছেন। এই প্রথমবার কোনও টিনএজারের কাছে স্ট্রেট সেটে হারলেন জকোভিচ। যার ফলে আপাতত ১০০তম ট্রফি জেতা হল না সার্বিয়ান তারকার। যে তালিকায় নাম আছে মাত্র দুজনের- জিমি কনোরস ও রজার ফেডেরারের।
ম্যাচের পর মেনসিক বলেন, "নোভাক, তোমার জন্যই আমি আজ এখানে। তোমাকে দেখেই আমি বড় হয়েছি। তোমার জন্য টেনিস খেলা শুরু করেছি। তোমাকে ফাইনালে হারানোর থেকে কঠিন কিছু হয় না। টেনিসের জন্য তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি সর্বকালের সেরা।" এই জয়ের ফলে নিজের কেরিয়ারের সেরা র্যাঙ্কিং ২৪-এ উঠে এলেন মেনসিক।