সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাফার এক্সপ্রেসের অপহরণের ক্ষত এখনও দগদগে। উত্তপ্ত বালোচিস্তান। এই পরিস্থিতিতে আজ সোমবার ইদের দিনেও রক্তাক্ত পাকিস্তান। করাচি, উমেরকোট-সহ একাধিক শহরে ঘটল গুলি চালানোর ঘটনা! এর মধ্যে কোথাও নমাজের পর মসজিদে ঢুকে গুলি চালানো হয়েছে, কোথাও আবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৯।

জানা গিয়েছে, আজ যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ভিন্ন কারণ রয়েছে। সোয়াবির গাদুন আমাজাই অঞ্চলে ইদের নমাজের পর দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। দু'পক্ষের গুলির লড়াইয়ে নিহত হন দু'জন। আহত দুই। সেখানকার স্থানীয় পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড ঘটেছে। এরপর বান্নুর মান্দান অঞ্চলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে এক শিশু ও আরেক জন নিহত হয়। আহত এক। অ্যাবোটাবাদের মিরপুর এলাকায়, ইদের নমাজের পড়ার পর একটি মসজিদের ভিতরে গুলি চলে। আহত হন দু'জন। পুলিশ ঘটনাটিকে ব্যক্তিগত শত্রুতা হিসাবে চিহ্নিত করে তদন্ত করছে।
অন্যদিকে, করাকের রহমতাবাদ এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এনিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের গাঙ্গি খেল স্টপে, দুষ্কৃতির গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এদিকে, উমেরকোটের খোসা এলাকায়, এক ব্যক্তি তার প্রাক্তন স্ত্রীকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। বিবাহবিচ্ছেদের পর তার প্রাক্তন স্ত্রী ফের বিয়ে করায় ওই ব্যক্তি গুলি করেন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি করাচির হাইওয়েতে ডাকাতি করার সময় গুলি চলে। ঘটনায় ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।