সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১ মার্চ বিস্ফোরণ ঘটে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে, যদিও জঙ্গিদের উদ্দেশ্য ছিল কর্নাটক বিজেপির সদর দপ্তর উড়িয়ে দেওয়া, তাও আবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনেই। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ মামলার চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA।
সোমবার ৪ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে NIA। চার অভিযুক্ত হল মুস্সাভির হিসেইন শাজিব, আব্দুল মাথিন আহমেদ তাহা, মাজ মুনির আহমেদ এবং মুজাফ্ফিল শরিফ। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বোমা রেখেছিল শাজিব আর তাহা। ইসলামিক স্টেটের আল-হিন্দ মডিউলের বিষয়টি ফাঁস হওয়ার পর থেকেই ২০২০ সাল থেকে পলাতক ছিল দুজনেই। বিস্ফোরণের ৪২ দিন পর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয় দুই জঙ্গিকে। কর্নাটকের শিবমোগার জেলার বাসিন্দা মাঝ মুনির এবং শরিফ। দুজনেই আইএসের সংযোগ ছিল।
[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারে ধাক্কা, রেললাইনে পেট্রল-দেশলাই! অল্পের জন্য রক্ষা কালিন্দি এক্সপ্রেসের]
চার্জশিটে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বেঙ্গালুরুতে একাধিক হামলার জন্য তহবিল সংগ্রহ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন বেঙ্গালুরুর মালেশ্বরমে বিজেপি দপ্তরে হামলা ছক। যদিও সেই চক্রান্ত ব্যর্থ হয়। কর্নাটক বিজেপির সদর দপ্তরে হামলার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরেই রামেশ্বরম ক্যাফেতে হামলার ছক কষা হয়। গত ১ মার্চ ওই বিস্ফোরণে ৯ জন আহত হন।