সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিতর্কিত স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনোয়ার ফারুকির (Munawar Faruqui) বেঙ্গালুরুর (Bengaluru) শো-ও বাতিল করে দিল পুলিশ। বেঙ্গালুরুর অশোক নগরের গুড শেফার্ড অডিটোরিয়ামে শো করার কথা ছিল মুনোয়ারের, আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে কৌতুক শিল্পীর সেই অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিল বেঙ্গালুরু পুলিশ। গত মাসে মুনোয়ারের মুম্বইয়ের (Mumbai) শো বাতিল হয়। বজরং দল (Bajrang Dal) স্ট্যান্ড আপ কমেডিয়ানকে হুমকি দেওয়ার পরই ওই শো বাতিল করে মুম্বই পুলিশ। এই নিয়ে গত দুই মাসে ফারুকির ১২টি শো বাতিল হল। যার পর হতাশায় কমেডিকে বিদায় জানিয়ে বসলেন তরুণ স্ট্যান্ড আপ কমেডিয়ান। ইনস্টাগ্রামে(Instagram) লিখলেন, “আই হ্যাভ ডান, গুড বাই, ইনজাস্টিস।” যার তর্জমা করলে দাঁড়ায়, আমার করণীয় করেছি, বিদায়, অবিচার।
প্রসঙ্গত, চলতি বছরের ২ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন ২৯ বছরের স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনোয়ার ফারুকি। অভিযোগ ছিল, ইন্দোরের এক জনপ্রিয় কফিশপে স্ট্যান্ড আপ কমেডি শোয়ে হিন্দু ভাবাবেগে আঘাত করেন তিনি। হিন্দু রক্ষক সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, অনুষ্ঠানের শুরু থেকেই রসিকতার নামে হিন্দু দেবদেবী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোধরা কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন ফারুকি।
[আরও পড়ুন: মুম্বই সফরে মমতার সঙ্গী অভিষেক, শরদ পওয়ার-উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের সম্ভাবনা]
গ্রেপ্তারির পর প্রায় মাস খানেক জেলবন্দি ছিলেন কৌতুক শিল্পী। তিনবার জামিনের আবেদন খারিজ হয়। যদিও হিন্দু দেবদেবীদের অপমান করার কোনও প্রমাণই ছিল না ফারুকির বিরুদ্ধে। ইন্দোরের তুকাজিগঙ্গ পুলিশ স্টেশনের আধিকারিকরাও জানান, কমিডি শো-র ভিডিওতে রসিকতার ছলে হিন্দু দেবদেবীকে অপমানের কোনও প্রমাণ মেলেনি। এর পর গত ৫ ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান বিতর্কিত কমেডিয়ান।
রবিবার মুনোয়ার ফারুকির বেঙ্গালুরুর শোয়ের আয়োজকদের একটি চিঠি পাঠায় বেঙ্গালুরু পুলিশ। সেই চিঠিতে পুলিশ জানায়, “ফারুকি বিতর্কিত ব্যক্তিত্ব। হিন্দু দেবদেবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বহু রাজ্য তাঁর কমেডি শোয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। মধ্যপ্রদেশে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল, অন্য রাজ্যেও মামলা হয়েছে।” বেঙ্গালুরু পুলিশ আরও জানিয়েছে, “এই কমেডির শোয়ের বিরোধিতা করছে বেশ কিছু সংগঠন। শো হলে অশান্তি হতে পারে, আইনশৃঙ্খলার কথা চিন্তা করেই শো বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে।”
[আরও পড়ুন: ‘ক্ষমতায় থাকতে চাই না, সেবা করতে চাই’, ‘মন কি বাতে’ বললেন মোদি]
যারা ফারুকির শো নিয়ে আপত্তি জানিয়েছে বেঙ্গালুরুর সেই হিন্দু জাগরণ সমিতির প্রধান মোহন গৌড়ার বক্তব্য, “আমরা শো বন্ধ করতে আবেদন করেছিলাম পুলিশ কমিশনারের কাছে। মুনোয়ার ফারুকি হিন্দু দেবদেবীর অবমাননা করেছেন। হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন।”
এদিকে দুই মাসে লাগাতার ১২টি শো বাতিল হওয়ায় হতাশ কৌতুক শিল্পী অভিমানে কমেডিকেই বিদায় জানিয়ে বসলেন রবিবার। বেঙ্গালুরুর শো বাতিল হওয়ার পর ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লিখলেন, “নফরত জিত গ্যায়া, আর্টিস্ট হার গ্যায়া। (ঘৃণা জিতল, শিল্পী হেরে গেল।) করণীয় করেছি। বিদায়। অবিচার।”