সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্ডারপাসের জমা জলে গাড়ি আটকে যেতেই করুণ পরিণতি হয় ২২ বছরের তরুণীর। বেঙ্গালুরুর এমন মর্মান্তিক ঘটনার পর কড়া পদক্ষেপ করল কর্ণাটক প্রশাসন। ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে সদ্য শপথ নেওয়া শিবকুমার নির্দেশ নিয়েছেন, শহরের সমস্ত আন্ডারপাসের কী পরিস্থিতি, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআরও।
রবিবার তুমুল বৃষ্টিতে বেঙ্গালুরুর একাধিক এলাকায় জল জমে যায়। বিধান সৌধের কাছে আন্ডারপাসে এতটাই জল জমে গিয়েছিল যে সেখানে গাড়ি পর্যন্ত ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। আর সেখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে গিয়েই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, গাড়িটিতে একই পরিবারের ছ’জন যাত্রী ছিলেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন তাঁরা।
[আরও পড়ুন: সবুজ-মেরুন জার্সি পরায় ইডেনে ঢুকতে সমর্থকদের বাধা দেওয়ার নেপথ্যে কে? মুখ খুলল KKR]
আন্ডারপাসের জলের পরিমাণ বুঝতে পারেননি। ফলে সেখান দিয়ে যেতেই ডুবে যায় গাড়ি। আর গাড়ির ভিতর জলে ডুবে প্রাণ হারান টেক সংস্থার ২২ বছরের তরুণী। ঘটনার খবর কানে পৌঁছতে হাসপাতালে গিয়েছিলেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শোক প্রকাশ করে মৃতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। এবার এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। আন্ডারপাসের পরিস্থিতির রিপোর্ট চেয়েছেন উপমুখ্যমন্ত্রী। আর যাতে কাউকে এভাবে প্রাণ হারাতে না হয়, তার জন্য বদ্ধপরিকর প্রশাসন।