সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে কোনও ইস্যু নেই। আক্রমণ শানানোর কোনও ভাষা নেই। অগত্যা নাটকের দ্বারস্থ। আস্থা ভোটের দিন কংগ্রেস সভাপতির আলিঙ্গনকে শেষমেশ এরকমভাবেই ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
[ ধর্ষকের কোনও জাত নেই, সমাজ থেকে ‘রাক্ষস’ বিদায়ের ডাক নোবেলজয়ীর ]
আস্থা ভোটে হেরেছেন ঠিকই। কিন্তু একটা আলিঙ্গনেই আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। বিদ্বেষ নয়, ভালবাসার বার্তা দিয়ে বিরোধী দলনেতা সোজা গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করছেন। সংসদের ইতিহাসে তা ছিল অভূতপূর্ব দৃশ্য। গোটা আস্থা ভোট প্রক্রিয়াটিই এরপর পিছনে চলে যায়। মোদি শিবিরের জয়ও সরে যায় খবর থেকে। সামনে চলে আসে প্রধানমন্ত্রীকে রাহুলের আলিঙ্গন। তা নিয়ে চর্চা ক্রমাগত চলছে। বিজেপি এই ঘটনাকে তেমন পাত্তা দিচ্ছে না, নেতা-মন্ত্রীরা এরকমটাই দেখানোর চেষ্টা করছেন। কিন্তু তাঁরাও সম্ভবত বুঝেছেন যে, প্রচারের আলো ক্রমশ কেড়ে নিচ্ছেন রাহুল। তাই আলিঙ্গনকে নস্যাৎ করতে বারবার প্রতিক্রিয়া দিতে হচ্ছে তাঁদের। এবার এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁর বক্তব্য, ওই আলিঙ্গনই বুঝিয়ে দিচ্ছে ‘ড্রামাবাজি’ বা নাটক করা ছাড়া আর কোনও ইস্যু নেই কংগ্রেসের হাতে। রাফালে নিয়ে রাহুল যে আক্রমণ শানিয়েছিলেন, তাও সারবত্তাহীন বলে দাবি তাঁর। তাঁর মতে কংগ্রেস হোমওয়ার্ক করে আসেনি। তাই সংসদে মুখ থুবড়ে পড়েছে। ওদের বলার কিছু ছিল না। তাই আলিঙ্গন করে নাটক করেছে।
তবে কেন্দ্রীয় মন্ত্রী যাই বলুন না কেন, ওই একটি আলিঙ্গনই জাতীয় রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে। মুম্বই কংগ্রেস ইতিমধ্যেই এই দৃশ্যটিকে প্রচারের হাতিয়ার করে তুলেছে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বিচারে মহাজোটের নেতা হিসেবে রাহুলকেই বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে কার কার সঙ্গে জোট হবে তা ঠিক করবেন রাহুলই। আঞ্চলিক শক্তিগুলিও একজোট হওয়ার জন্য তৈরি। এদিকে শিব সেনার মতো বিজেপির জোটসঙ্গীরাও ক্রমশ হাত ছাড়ছে গেরুয়া শিবিরের। রাহুলের জনপ্রিয়তা যে গলার কাঁটা তা স্পষ্টই বুঝতে পারছেন বিজেপি নেতারা। আর তাই আলিঙ্গনকে উড়িয়ে দিতেই আসরে নেমেছেন তাঁরা।
The post ইস্যু নেই তাই আলিঙ্গনের ‘নাটক’, রাহুলকে তোপ মোদির মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.