shono
Advertisement

রোহিতদের চাপে রাখার ছক শুরু! কোথায় বর্ডার-গাভাসকর ট্রফির অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া?

১৯৯১-৯২ মরশুমে শেষবার দুই দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল।
Posted: 03:54 PM Mar 19, 2024Updated: 03:54 PM Mar 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল। এর আগে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের ভেন্যু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। পার্থের ওপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবেন রোহিত শর্মা (Pat Cummins)-প্যাট কামিন্সরা (Pat Cummins)। ১৯৯১-৯২ মরশুমে শেষবার দুই দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল।

Advertisement

তবে এবার ভারতের লড়াই অনেক বেশি কঠিন হতে চলেছে। গত কয়েক বছর ব্রিসবেন থেকে সিরিজ শুরু হলেও, এবার সিরিজ শুরু হবে পার্থ থেকে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে জুটি বেঁধে ক্রিকেট অস্ট্রেলিয়া পার্থ স্টেডিয়ামকে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। নতুন স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে ম্য়াচ উপভোগ করতে পারবে। অ্যাডিলেডেই দ্বিতীয় ম্য়াচ খেলবে রোহিতের দল। গোলাপি বলের টেস্ট খেলা হতে পারে। গতবারও পিঙ্ক বল টেস্ট এখানেই হয়েছিল।

[আরও পড়ুন: পাকিস্তান এত গরিব! PSL জয়ী ইসলামাবাদের পুরস্কার অর্থ আইপিএল রানার্সদের চেয়েও কম!]

সিরিজের তৃতীয় টেস্ট ব্রিসবেনে আয়োজন করা হবে। এর পরের দুটি টেস্ট হবে যথাক্রমে মেলবোর্ন ও সিডনিতে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। নতুন বছর সিডনিতে আয়োজন করা হবে সিরিজের পঞ্চম টেস্ট। তবে এখনও পর্যন্ত ভেন্যু ঘোষণা হলেও পূর্ণাঙ্গ দিনক্ষণ ঘোষণা হয়নি।

শেষ চারবার বর্ডার-গাভাসকর ট্রফি জিততে সক্ষম হয়েছিল ভারতীয় দল। ২০১৬-১৭ মরশুমে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছিল বিরাট কোহলির ভারত। ২০১৮-১৯ মরশুমে ডনের দেশে গিয়ে অজিদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল কোহলিবাহিনী। ২০২০-২১ মরশুমের অস্ট্রেলিয়া সফর কেউ ভুলে যাবেন না। অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়ে টেস্ট হারের পর ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিলেন বিরাট। যদিও অজিঙ্কা রাহানে ও একঝাঁক জুনিয়র নিয়ে অজিদের ২-১ ব্যবধানে হারিয়েছিল রবি শাস্ত্রীর ভারত। এবং এর পর ২০২২-২৩ মরশুমেও সাফল্য পেয়েছিল ভারত। গতবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে অজিদের হারিয়ে দেয় ভারতীয় দল।

এবার কি ডাউন আন্ডার সফরে গিয়ে বিরাট ও রাহানের মতো রোহিত তাঁর হাতে বর্ডার-গাভাসকর ট্রফি তুলতে পারবেন?

[আরও পড়ুন: মুম্বইয়ের নেটে নেমেই রোহিতের ব্যাটিং বিস্ফোরণ, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement