shono
Advertisement

করোনায় অনাথ ১৩টি শিশুর পাশে ‘আদর’, তুলে দেওয়া হল অর্থসাহায্য

পুজোর আগেও ১২টি শিশুর পাশে দাঁড়িয়েছিল 'আদর'।
Posted: 10:12 PM Mar 03, 2022Updated: 10:13 PM Mar 03, 2022

স্টাফ রিপোর্টার: বারোজন পেয়েছিলেন আগেই। এবার পেলেন আরও তেরো। ভাইরাসের আঘাতে তারা দিশাহীন। অথৈ জলে ভবিষ্যৎ। করোনায় (Coronavirus) যাদের মা-বাবা চলে গিয়েছে দু’হাতে তাদের ঘিরেছে স্নেহের দেওয়াল। সেই দু’হাতের একবাহু ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha) অন্য বাহু সংবাদ প্রতিদিনের।

Advertisement

করোনায় স্বজন হারানো শিশুদের পাশে দাঁড়াতে হাত ধরাধরি করে বনস্পতি ভারত সেবাশ্রম সংঘ–সংবাদ প্রতিদিন। ২০২১ সালে পুজো শুরুর আগে অক্টোবর মাসে ১২ জন শিশুর হাতে তুলে দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য। যেখানে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নীশান্তদেব ঘটক। বন্যা এবং পরিবহনের সমস্যায় অনেকেই সেসময় বালিগঞ্জের ভারত সেবাশ্রম দপ্তরেরে পৌঁছতে পারেননি।

[আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে, এবার ফোকাসে ডেঙ্গু, একগুচ্ছ পরিকল্পনা সরকারের]

মানবিক এই প্রকল্পে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আরও তেরোজন শিশু কিশোরের হাতে তুলে দেওয়া হল ১০ হাজার টাকা করে। আগামী দিনেও এভাবেই স্বজন হারানো শিশুদের পাশে থাকবে আদর।

গোটা বাংলা জুড়েই ছড়িয়ে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আগামী দিনে সংঘের মেদিনীপুর, মালদহ, বীরভূম শাখার মাধ্যমে আরও শিশুদের হাতে তুলে দেওয়া হবে সাহায্য।

[আরও পড়ুন: ‘মাইনাস ৫ ডিগ্রি ঠান্ডায় সাতদিন হেঁটেছি’, ইউক্রেন থেকে ফিরে বললেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার