shono
Advertisement

টার্গেট সাধারণ নির্বাচন, বিরোধীদের মোকাবিলায় অমিতের অস্ত্র ২২ দফা কৌশল

নির্দেশ পৌঁছে গিয়েছে প্রতিটি রাজ্য নেতৃত্বের কাছে৷ The post টার্গেট সাধারণ নির্বাচন, বিরোধীদের মোকাবিলায় অমিতের অস্ত্র ২২ দফা কৌশল appeared first on Sangbad Pratidin.
Posted: 01:34 PM Jul 01, 2018Updated: 02:04 PM Jul 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর লোকসভা নির্বাচনকে টার্গেট করে ইতিমধ্যেই ২২ দফা রণকৌশল তৈরি করে ফেলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ যা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্রতিটি রাজ্য নেতৃত্বের কাছে৷ নির্দেশ দেওয়া হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় এই ২২টি কৌশল পূরণ করতেই হবে গেরুয়া শিবিরের প্রত্যেক রাজ্য নেতাদের৷ সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যভিত্তিক প্রতিটি বুথগুলিকে চারটি শ্রেণিতে ভাগ করে ফেলেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ তৈরি হয়ে গিয়েছে স্মার্ট ফোন ব্যবহারকারী ভোটারের তালিকা৷ সেই মতো তৈরি হচ্ছে প্রচার পরিকল্পনা৷ পাশাপাশি, নির্বাচনের আগে ও নির্বাচনের দিনগুলিতে বুথভিত্তিক বাইক বাহিনী তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে৷

Advertisement

[মেয়াদ শেষ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের, পদ দখলে তৎপর বিরোধী শিবির]

গত ১০ জুন, ছত্তিশগড় সফর দিয়ে রাজ্যভিত্তিক বিজেপির সাংগঠন চাঙ্গা করার কাজ শুরু করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সম্প্রতি ঘুরে গিয়েছেন পশ্চিমবঙ্গে, রবিবার যাবেন ওড়িশায়৷ জানা গিয়েছে, প্রতিটি রাজ্যে গিয়ে কয়েকটি বুথের নেতাদের সঙ্গে একক ভাবে কথা বলার পরিকল্পনা নিয়েছেন মোদির নির্ভরযোগ্য সেনাপতি৷ তাঁদের কাছে নিজেই পৌঁছে দিচ্ছেন প্রচারের বিষয়বস্তু৷ কেন্দ্রীয় সরকারের কোন কোন জনমোহিনী প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচার চালানো হবে সেই বিষয়ে বুথ থেকে শুরু করে রাজ্যের নেতারা স্পষ্ট নির্দেশ দিচ্ছেন তিনি৷ এখানেই শেষ নয়৷ নয়াদিল্লি সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের কাছ থেকে পাওয়া সাংগঠনিক তথ্যের ভিত্তিতে বিজেপির শীর্ষ নেতারা দেশের সমস্ত বুথগুলিকে এ,বি,সি ও ডি এই চার ভাগে ভাগ করেছে৷ এক্ষেত্রে ‘এ’ তালিকাভুক্ত করা হয়েছে সেই সমস্ত বুথকে যেখানে একক আধিপত্য রয়েছে গেরুয়া শিবিরে৷ ‘ডি’ তালিকায় রাখা রয়েছে এমন বুথগুলিকে যেখানে এখনও পদ্মের শিবিরের কুঁড়ি ফোটেনি৷ নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূল স্তরে মানুষের মধ্যে মিশে গিয়ে প্রচার চালাতে হবে সেই সমস্ত স্তরে৷ তৈরি করে ফেলতে হবে বুথ কমিটি৷

[কেন আটকে বিধায়কের ছেলের স্করপিয়ো? রাস্তায় ফেলে বেধড়ক মার অন্য গাড়ির চালককে]

কেবল সংগঠনই নয়, সূত্রের খবর, বিরোধীদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য বুথভিত্তিক ‘ক্যাডার’ বাহিনী তৈরিরও নির্দেশ পৌঁছে গিয়েছে প্রতিটি রাজ্য নেতৃত্বের কাছে৷ বলা হয়েছে, দখল আটকাতে বুথ ভিত্তিক বাইক বাহিনী তৈরি করার৷ যাতে এক একটি ভোট গ্রহণ কেন্দ্রকে রক্ষা করতে পারে বাইক বাহিনীর পাঁচ জন করে সদস্য৷ নয়াদিল্লি সূত্রে খবর, আগামী নির্বাচনে প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করার পরিকল্পনা নিয়ে ফেলেছেন মোদি-শাহ ব্রিগেড৷ গত নির্বাচনে যা দেখা গিয়েছিল এবার বিষয়টিকে ভাবা হয়েছে আরও বড় আকারে৷ এই কৌশলে মূল টার্গেট করা হয়েছে স্মার্টফোন ব্যবহারকারী ভোটারদের৷

The post টার্গেট সাধারণ নির্বাচন, বিরোধীদের মোকাবিলায় অমিতের অস্ত্র ২২ দফা কৌশল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement