shono
Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে মহিলা গ্রামীণ ব্যাঙ্ক

দেশ জুড়ে স্টেট ব্যাঙ্কের ১২৬টি 'মহিলা শাখা রয়েছে৷ The post স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে মহিলা গ্রামীণ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:44 PM Mar 21, 2017Updated: 09:14 AM Mar 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবার পরিধি বাড়িয়ে তোলা ও মহিলাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে এবার ভারতীয় মহিলা ব্যাঙ্ককে (বিএমবি) মিশিয়ে নেওয়া হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) সঙ্গে৷ সোমবার, এমনটাই ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ এক বিবৃতি যোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা এসবিআই-র নেটওয়ার্ককে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দেশজুড়ে মহিলাদের কাছে সুলভ ও উন্নতমানের ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে এই পদক্ষেপ সাহায্য করবে৷

Advertisement

[আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের]

দেশ জুড়ে স্টেট ব্যাঙ্কের ১২৬টি ‘মহিলা শাখা রয়েছে৷ এবং ২০১৩ সালে স্থাপিত  বিএমবি-র দেশ জুড়ে রয়েছে মাত্র ৭টি শাখা৷ এ পর্যন্ত প্রায় ১৯২ কোটি টাকার মহিলা ঋণ দিয়েছে বিএমবি৷ একই সময়ে প্রায় ৪৬,০০০ কোটি টাকার মহিলা ঋণ দিয়েছে এসবিআই৷ দেশজুড়ে প্রায় ২০,০০০ শাখা রয়েছে স্টেট ব্যাঙ্কের, এবং এসবিআই-র দুই লক্ষ কর্মচারীদের মধ্যে ২২ শতাংশ মহিলা৷

[‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল UGC]

The post স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে মহিলা গ্রামীণ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement