সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জো বিডেনের (Joe Biden) প্রশাসনে যুক্ত হলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব পদে ভারতীয় বংশোদ্ভূত বেদান্ত প্যাটেলকে নিযুক্ত করলেন হবু মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। শুক্রবার এই ঘোষণা করেছেন তিনি।
জো বিডেনের দলে শুরু থেকেই ছিলেন বেদান্ত। বিডেনের দলের সিনিয়র মুখপাত্র পদে ছিলেন তিনি। শুধু তাই নয়, প্রেসিডেন্ট নির্বাচনে বিডেনের দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন বেদান্ত। নেভাডা (Nevada) এবং ওয়েস্টার্ন প্রাইমারি স্টেটসের (Western Primary States) ‘রিজিওনাল কমিউনিকেশন্স ডিরেক্টর’ হিসেবেও কাজ করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। এর আগে বেদান্ত কাজ করেছিলেন মার্কিন কংগ্রেসের সদস্য ভারতীয় বংশোদ্ভূত পামেলা জয়পালের হিসেবে। এছাড়া ছিলেন মাইক হন্ডার কমিউনিকেশন্স ডিরেক্টরও। আর তাই ভোটে জেতার পরই বেদান্তের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিতে পিছপা হলেন না বিডেন।
[আরও পড়ুন: ‘সন্দেহজনক’ করোনা ভ্যাকসিন বাজারজাত করার চেষ্টা করছে চিন, অভিযোগ আমেরিকার]
প্রসঙ্গত, বেদান্তের জন্ম ভারতে (India)। তারপর পরিবারের সঙ্গে চলে যান ক্যালিফোর্নিয়া (California)। এরপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (রিভারসাইড) এবং ফ্লোরিডা (Florida) বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। এরপরই যোগ দেন রাজনীতিতে। বিডেনের দলে প্রবেশের আগে তিনি ছিলেন ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির ওয়েস্টার্ন রিজিওনাল কমিউনিকেশন্স ডিরেক্টরও। এদিন সবমিলিয়ে মোট ১৬ জনের নাম ঘোষণা করলেন হবু মার্কিন প্রেসিডেন্ট। তারপর এক বিবৃতিতে এই প্রসঙ্গে বলেন, ‘‘দেশের জনগণের সঙ্গে যোগাযোগ রাখা এবং সবসময় সত্যি কথা বলে সরকারের প্রতি তাঁদের আস্থা ফেরানোই আমার প্রশাসনের মূল্য উদ্দেশ্য। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে হোয়াইট হাউসের কমিউনিকেশন এবং প্রেসের আধিকারিকরা। হোয়াইট হাউসে থেকে এঁরা প্রত্যেকে মার্কিন জনগনের জন্য কাজ করবে। প্রত্যেকের জন্য আমি গর্বিত।’’
অন্যান্যবারের তুলনায় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনেকটাই ভিন্ন ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) পরাজিত করে জয়ী হন জো বিডেন। তবে তাঁর জয়ে অনেকটাই অবদান ছিল ভারতীয় বংশোদ্ভূতদের। আর তাই নিজের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস থেকে শুরু করে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে জায়গা দিয়েছেন বিডেন। তাতেই এবার নবতম সংযোজন বেদান্ত প্যাটেল।