দিশা আলম, বিধাননগর: কলকাতার প্রতিবেশী সল্টলেক ও রাজারহাট উপনগরীর একাধিক জায়গায় ফুটপাত দখলদারি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের শীর্ষ প্রশাসনিক মহল নবান্ন সভাঘরে একটি বৈঠকে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ পেতেই ফুটপাত দখলমুক্ত করতে জোর তৎপরতা শুরু করল বিধাননগর কমিশনারেট পুলিশ।
মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই এদিন সন্ধ্যায় অভিজাত সল্টলেক শহরের ওয়েবেল মোড়-সহ পাঁচ নম্বর সেক্টরের একাধিক জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে পুলিশ। প্রসঙ্গত, সল্টলেকের সেক্টর ফাইভ রাজ্যের তথ্যপ্রযুক্তির তালুক হিসেবে পরিচিত। কর্মসূত্রে সেখানে রোজই হাজার হাজার মানুষের আনাগোনা হয়। সেই সমস্ত ক্রেতা টানতে সেক্টর ফাইভের বিভিন্ন ব্লকের রাস্তার দু'ধারে বাঁশ, কাঠ ও ত্রিপলের ছাউনিতে অস্থায়ীভাবে অসংখ্য খাবারের দোকান গজিয়ে উঠেছে। দিনের বেলার পাশাপাশি রাতেও খোলা থাকে বহু দোকান। এতে রাস্তা দু’পাশে ফুটপাত কার্যত অবৈধ দখলদারিতে চলে গিয়েছে।
[আরও পড়ুন: সেন্ট লুসিয়ায় সুপারহিট হিটম্যান শো! রোহিতের ব্যাটে রানের পাহাড়ে ভারত]
ভুক্তভোগী পথচারীদের বক্তব্য, রাস্তার দুপাশে বেআইনি দখলদারির জন্য দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেকেই মূল রাস্তা ধরে যাতায়াতে প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরিও হয়। এ প্রসঙ্গে তথ্য প্রযুক্তিকর্মী তনুশ্রী দাস জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো অফিসের দখলদারি মুক্ত হলে যান চলাচল আরও মসৃন হবে”। সল্টলেকের এই তথ্য প্রযুক্তি তালুকটি বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার অধীনে পড়ে। বিধাননগর কমিশনারেট পুলিশ সূত্রে খবর, সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরের পাশাপাশি বিধাননগর জুড়ে ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলবে।