shono
Advertisement

বাড়ির সামনে থেকে উদ্ধার কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাবার ব্যাংকের ছেঁড়া নথি, প্রমাণ লোপাটের ছক?

সোমবারই গরুপাচার মামলার তদন্তের স্বার্থে নিজাম প্যালেসে হাজিরা দেন বীরভূমের ৪ ব্যাংক কর্মী।
Posted: 06:52 PM Sep 05, 2022Updated: 07:57 PM Sep 05, 2022

নন্দন দত্ত, সিউড়ি: এবার অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়ির সামনে থেকে উদ্ধার বাতিল চেক ও ব্যাংকের কাগজ। সোমবার সকালের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বোলপুরে। কারণ, এদিনই চার ব্যাংককর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে। গরুপাচার (Cattle Smuggling) মামলার সঙ্গে উদ্ধার হওয়া ব্যাংকের কাগজের সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কি প্রমাণ লোপাটের চেষ্টা চলছে? উঠছে প্রশ্ন।

Advertisement

বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েনের সঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেই জানতে পেরেছে সিবিআই। এমনকী অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সঙ্গে যৌথভাবে দু’টি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন বিদ্যুৎবরণ। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পরই প্রকাশ্যে আসে সমস্ত তথ্য। যার জেরে বোলপুরের কালিকাপুরের বিদ্যুৎবরণের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। যদিও সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। এরপর বিদ্যুৎবরণের বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া যায়। সিবিআই সূত্রের দাবি, গত দু’বছরে ৩২ টি সম্পত্তির হদিশ মিলেছে। যদিও বেসরকারি মতে সেই সম্পত্তির তালিকা আরও বাড়বে।

[আরও পড়ুন: ৭ ঘণ্টা তল্লাশির পর SSC নিয়োগ দুর্নীতিতে ইডি’র জালে আরও এক মিডলম্যান]

এসবের মাঝেই আগস্টের শেষ দিকে বিদ্যুৎবরণকে আটকের খবর রটে যায়। কিন্তু তারপরও বিদ্যুৎবাবু বোলপুর পুরসভায় হাজিরা দেন। যদিও গত কয়েকদিন ধরে তাকে আর শহরে বা পুরসভায় দেখা যাচ্ছে না। তারই মধ্যে জেলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চার কর্মীকে সোমবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে সিবিআই। সেই তালিকায় সিউড়ির দু’টি ও বোলপুরের দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ও ম্যানেজার রয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার সকালে বিদ্যুৎবরণের বাড়ির সামনে ব্যাংকের নথি পড়ে থাকায় সন্দেহ বেড়েছে। ওই নথির মধ্যে লক্ষাধিক টাকার বাতিল চেক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চেকগুলিতে বিদ্যুৎবরণের বাবা পঞ্চানন গায়েনের নাম লেখা ছিল। একইদিনে ব্যাংকের কর্মীদের কলকাতায় সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ ও সন্দেহভাজন বিদ্যুৎবরণের বাড়ির সামনে বাতিল চেক সমেত ব্যাংকের কাগজ উদ্ধারের কোনও যোগ সূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

[আরও পড়ুন: ‘এখন প্রিন্সিপাল চড় মারলে বাড়ি ফিরতে পারবেন?’, বিধায়ক তাপস রায়ের মন্তব্যে ফের বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার