shono
Advertisement

মার্কিন বাহিনীর ধাঁচে ভারতেও ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’, প্রতিরক্ষায় ঐতিহাসিক ঘোষণা

তিন বাহিনীর সমন্বয়ে জোর দিতে শীর্ষে বসবেন নতুন পদাধিকারী৷ The post মার্কিন বাহিনীর ধাঁচে ভারতেও ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’, প্রতিরক্ষায় ঐতিহাসিক ঘোষণা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:00 AM Aug 15, 2019Updated: 10:01 AM Aug 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৩ তম স্বাধীনতা দিবসে দেশের প্রতিরক্ষায় বডসড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশবাসীর সুরক্ষাবৃদ্ধি এবং সন্ত্রাসদমনে সেনার ৩ বাহিনীকে নিয়ে তৈরি হবে নতুন পদ – চিফ অফ ডিফেন্স স্টাফ৷ জল, স্থল ও বায়ুসেনা বাহিনীর প্রধান এবং বাছাই করা আধিকারিকদের নিয়ে তৈরি হবে একটি টিম, যার শীর্ষে থাকা পদাধিকরাই চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস৷

Advertisement

[আরও পড়ুন: ‘দুর্নীতির বাড়বাড়ন্ত দমন করেছি’, ৩৭০ ধারা নিয়ে স্বাধীনতা দিবসের ভাষণে মন্তব্য মোদির

এই সিডিএস বা ডিফেন্স চিফ অফ স্টাফ আসলে তৈরি হবে মার্কিন বাহিনীর ধাঁচে৷ সেখানেও একাধিক বাহিনীর বাছাই করা আধিকারিকদের নিয়ে তৈরি দলের শীর্ষে থাকেন চিফ অফ স্টাফ৷ সঙ্গে থাকেন জয়েন্ট চিফ অফ স্টাফ৷ তাঁকে অনেকটা দায়িত্বই সামলাতে হয়৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকে এই টিমের গুরুত্ব সর্বাধিক৷ চিফ অফ ডিফেন্স স্টাফের সুবিধা এই যে, এর মাধ্যমে ওয়ান পয়েন্ট কমিউনিকেশন বা সরাসরি সংযোগের সুযোগ থাকে৷ তিন বাহিনীর মধ্যে যথাযথ সমন্বয়ের উদ্দেশে এই নতুন পদ তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ সবচেয়ে অভিজ্ঞ, দক্ষ, নির্বাচিত সেনা অফিসারদের নিয়ে তৈরি এই টিমের শীর্ষে থাকা পদাধিকারীর মাধ্যমেই সমস্ত অপারেশনের রিপোর্ট সরাসরি পৌঁছাবে প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রকে৷ ইনি প্রয়োজনে পরামর্শদাতাও হতে পারেন৷

লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের নিরাপত্তা বাহিনী আমাদের গর্ব৷ আমাদের বাহিনীর মধ্যে আরও ভাল সমন্বয়ের জন্য আজ একটি বিশেষ ঘোষণা করছি৷ এবার থেকে ভারতে একজন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস থাকবেন৷ নতুন এই পদ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে৷৷’

যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৯৯৯এ কারগিল যুদ্ধের পরই সেনা সমন্বয়ে জোর দিতে এই চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি তৈরি করার সুপারিশ জানায় প্রতিরক্ষা সংক্রান্ত একটি কমিটি৷ সেসময় এবং পরবর্তীতেও একাধিক কারণে তা কার্যকর হয়নি৷ এনিয়ে সেনাবাহিনীর একাংশেরই আপত্তি ছিল৷ রাজনৈতিক বিরোধিতাও ছিল৷ প্রথম মোদি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর এই পদ তৈরির জন্য লাগাতার সওয়াল করে গিয়েছিলেন৷ যার ফল মিলল দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে৷ প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, সেনার সমন্বয় এবং শক্তি বাড়াতে এবার তিন বাহিনীর শীর্ষে বসবেন চিফ অফ ডিফেন্স স্টাফ৷

[আরও পড়ুন: বাথরুমে মিলনে নারাজ স্ত্রী, ক্ষোভে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে]

The post মার্কিন বাহিনীর ধাঁচে ভারতেও ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’, প্রতিরক্ষায় ঐতিহাসিক ঘোষণা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement