shono
Advertisement

নাতনিকে চিঠি লিখে সতর্ক করলেন বিগ বি!

কেন বার্তা দিতে হাতে কলম তুলে নিতে হল বিগ বি কে? The post নাতনিকে চিঠি লিখে সতর্ক করলেন বিগ বি! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:03 PM Sep 05, 2016Updated: 12:34 PM Sep 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাতনির পোশাক-আশাক থেকে বিকিনি পরা বা পার্টি করা নিয়ে বলিপাড়ায় মাঝেমধ্যেই বয়ে যায় সমালোচনার ঝড়৷ শাহরুখ পুত্রের সঙ্গে তাঁর রোমন্সের গুজবেও বলিঅন্দরে কান পাতা দায়৷ এ সব কথা যে তাঁর কানে যায় না তা তো নয়৷ তা নিয়েই এবার মুখ খুললেন বিগ বি৷ এক নাতনি যখন অনেকটাই বড়, তখন আর একজন আবার নিতান্তই খুদে৷ তবে তাঁর পরামর্শ তো সকলের জন্যই সমান৷  আর তাই এবার নাতনিদের চিঠি লিখে চারিদিকের সমালোচনা সম্পর্কে সতর্ক করে দিলেন তিনি৷

Advertisement

নাতনিদের উদ্দেশ্যে এই চিঠি লেখার কথা তিনি নিজেই জানিয়েছেন টুইটারে৷ দুই নাতনি, নব্যা ও আরাধ্যার জন্য রেখেছেন তাঁর বার্তা৷ কিন্তু  কেন  বার্তা দিতে হাতে কলম তুলে নিতে হল বিগ বি কে? প্রথমত, আরাধ্যা  এত ছোট যে বিগ বি-র বার্তার মর্মার্থ  বোঝা তার পক্ষে এখনই সম্ভব নয়৷ তাই চিঠিই সই৷ দ্বিতীয়ত, সম্ভবত শুধু নাতনিদের উদ্দেশ্যে বার্তা রাখেননি বিগ বি৷ বরং তাঁর নাতনির বয়সী সমস্ত কিশোরী, বা যাঁরা আগামীদিনে কিশোরী হয়ে উঠবে তাদের উদ্দেশ্যেই জানিয়েছেন তাঁর মনের কথা৷ নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা আইকনের থেকে পাওয়া এ বার্তা একরকমের প্রাপ্তি৷

তা কী লিখলেন অমিতাভ তাঁর নাতনিদের জন্য? চিঠির ছত্রে ছত্রে যেন ফুটে উঠছে সেই পুরনো অ্যাংরি ইয়ংম্যান৷ যিনি দেশে চলতে থাকা লিঙ্গবৈষম্য থেকে নারী নির্যাতনকে এককথায় সপাট জবাব দিলেন এই চিটিতেই৷ দুই নাতনির উদ্দেশ্যে তাঁর সাফ কথা- ‘নিজের বিচারবুদ্ধি বিবেচনা অনুযায়ী যেটা ঠিক মনে হবে, সেটাই করবে৷ লোকে কী বলল, তাতে কিচ্ছু এসে যায় না৷’ নব্যাকে নিয়ে যাবতীয় সমালোচনার জবাব দিয়েই যেন জানালেন, ‘স্কার্টের মাপে চরিত্রের বিচার হয় না৷ মেয়ে হয়ে জন্মানোর জন্যই অনেকে অনেক মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে৷ লোকে অনেক কথাই বলে বেড়াবে, কিন্তু তাতে যে কান দিতেই হবে তার কোনও মানে নেই৷’ আরাধ্যার জন্য লিখলেন, এসব যখন সে বুঝতে শিখবে তখন হয়তো বিগ বি থাকবেন না৷ কিন্তু নিজেদের কাজে তাঁরা যে সকলকে ছাপিয়ে যাবে, দৃষ্টান্ত হয়ে উঠতে পারবে সে বিশ্বাস তাঁর আছে৷

বলিমহলের ধারণা, এ চিঠিতে এক ঢিলে দুই পাখি মারলেন বিগ বি৷ নাতনিকে নিয়ে চলতে থাকা সমালোচনার জবাব তো দিলেনই, সেইসঙ্গে দেশের সব কিশোরীকেই সতর্ক করে দিয়ে নিজের বিবেচনায় চলার পথটিও দেখিয়ে দিলেন৷

The post নাতনিকে চিঠি লিখে সতর্ক করলেন বিগ বি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement