সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণে বাঁচলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলের আঘাতে মাথা ফেটে গেল বাংলাদেশের (Bangladesh) তারকা পেসারের। রবিবার ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজির কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে অনুশীলন করার সময় এমন ঘটনা ঘটেছে।
কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা?
চোট লাগার সময় নেটে ম্যাথু ফোর্ডকে বোলিং করছিলেন মুস্তাফিজুর। তাঁর মারা একটি শট সরাসরি গিয়ে লাগে মুস্তাফিজুরের মাথায়। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। ছুটে যান দলের অন্য অধিনায়ক লিটন দাস-সহ দলের অন্য ক্রিকেটাররাও। বাঁহাতি পেসারের কাছে চলে আসে সাপোর্ট স্টাফরাও। দেখা যায় রক্তে ভেসে যাচ্ছে মুস্তাফিজুরের মাথা। মাঠে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
[আরও পড়ুন: অভিষেক টেস্টে জোড়া অর্ধ শতরান, গাভাসকরের সঙ্গে এক আসনে সরফরাজ]
মূলত মাথার পেছনের দিকে বল লেগেছিল মুস্তাফিজুরের। এর পর তাঁকে রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজুরকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এখনও পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সি গায়ে চাপিয়ে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। পরবর্তী ম্যাচে তিনি খেলতে নামেন কিনা সেটাই দেখার।