দেবব্রত মণ্ডল, বারুইপুর: সুন্দরবনের নদীতে মিলল দৈত্যাকার মাছ। যার দাম উঠল কয়েক লক্ষ টাকা। আর সেই মাছ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল ক্যানিং এলাকায়। মাছটি জাতে তেলে ভোলা। ওজন ৭৮ কেজি। সুন্দরবনের নদীতে মৎস্যজীবীদের জালে মাছটি ধরা পড়ে। তারপর তা ক্যানিং মাছ বাজারের আড়তে আনা হয়। ৫০ লক্ষাধিক টাকায় এই মাছটি বিক্রি হবে এমনই অনুমান করেছিলেন মৎস্যজীবীরা।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার দুলকি গ্রাম থেকে একদল মৎস্যজীবী সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার তাঁদের জালে ধরা পড়ে প্রায় সাত ফুট লম্বা এই মাছ। এটি একটি পুরুষ মাছ জানিয়েছেন মৎস্যজাবীরা। এরপর তারা মাছটি নিয়ে চলে আসে এলাকায়। ক্যানিংয়ে আনার পর মাছটির দাম ওঠে প্রতি কেজিতে প্রায় ৪৫ হাজার টাকা।
[আরও পড়ুন: সাতসকালে বোমা বিস্ফোরণ মালদহে, তীব্রতায় ভাঙল বাড়ির ছাদ]
মূলত এই মাছটির এত দাম হওয়ার কারণ হল এই মাছের পেটের মধ্যে থাকা পটকা। যা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধি জিনিসপত্র তৈরি হয়। অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজ ব্যবহার করা হয়।