shono
Advertisement

Breaking News

বেজায় ব্যস্ত ভাইজান, কিন্তু কীসের এত ব্যস্ততা তাঁর?

আসল কারণটা কী? The post বেজায় ব্যস্ত ভাইজান, কিন্তু কীসের এত ব্যস্ততা তাঁর? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:22 PM Aug 11, 2018Updated: 07:52 PM Aug 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’ নিয়ে দর্শকদের আগ্রহের সীমা নেই৷ কবে আবার ড্রয়িংরুমে ধরা দেবেন বলিউডের ভাইজান তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে৷ বিগ বসের ঘরে এবার কারা কারা এন্ট্রি নিচ্ছেন, তারও মোটামুটি ধারণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে সকলেই৷ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ সব ঠিকঠাক থাকলে ১৬ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হবে এই টেলি-শোর৷ কিন্তু বলিউডের ভাইজান এখন ব্যস্ত প্রোমো শুটিংয়ের কাজে৷

Advertisement

[যৌনতায় ভরপুর এবারের ‘বিগ বস’, নয়া চমক দেবেন সলমনও]

বিগ বস ১২-র প্রোমো শুট করে ফেললেন ভাইজান৷ প্রোমোয় ‘দাবাং’ রূপেই দেখা গিয়েছে তাঁকে৷ সেই একইরকম উচ্ছ্বলতা ধরা পড়েছে প্রোমোয়৷ অসাধারণ নাচের ভঙ্গিমায় দর্শকদের কাঁপিয়ে দিয়েছেন সল্লুভাই৷ প্রোমোয় থাকছে ‘জওয়ানি ফির না আয়ে’-র নাচের দৃশ্য৷ ‘মুঝসে শাদি কারোগি’-র সলমনের লুকস এখনও ভুলতে পারেনি অনেকেই৷ সেই নাচের দৃশ্যও রাখা হয়েছে ‘বিগ বস’-র প্রোমোয়৷ সলমনের ‘দাবাং’ লুককে কাজে লাগানো হয়েছে ওই প্রোমোয়৷ সূত্রের খবর, আকর্ষণীয় ভঙ্গিমায় বিগ বসের ঘরের কাহিনি প্রোমোয় ফুটিয়ে তোলারই কাজ চলছে৷ কানাঘুষো চলছে প্রোমোয় নাকি ‘টাইগার জিন্দা হে’ সিনেমার ‘দিল দিয়া গাল্লা’ গানও শোনা যাবে ভাইজানের গলায়৷ ইতিমধ্যেই প্রোমো শুটের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে ‘রাম লক্ষ্মণ’, ‘শোলে’ ও ‘করণ অর্জুন’ সিনেমার পোস্টার দেওয়া ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন সল্লু ভাই৷ বিগ বসের প্রোমো প্রতিবছরেই নজর কাড়ে দর্শকদের গত সিজনেই ‘বিগ বস’-র প্রোমো নজর কেড়েছিল তাঁদের৷ প্রোমোয় মৌনীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিল ভাইজান৷

[‘কমলিকা’র চরিত্রে হিনা খান, কী বললেন উর্বশী ঢোলাকিয়া?]

[OMG! সানি লিওনের পর ‘বিগ বস ১২’-এ দেখা যাবে এই পর্নস্টারকে!]

শুধু প্রোমোই নয়, এবারের ‘বিগ বস’-এ রয়েছে আরও চমক৷ সানি লিওনের পর ফের এক পর্নস্টারকে দেখা যাবে বিগ বস-এর সংসারে৷ আসতে চলেছেন শান্তি ডায়নামাইট। ওই প্রতিযোগীকে নিয়ে যতদিন যাচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ৷ এছাড়াও থাকছেন সদ্য চারহাত এক হওয়া মিলিন্দ সোমন ও অঙ্কিতা কোনওয়ার, দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের জুটিও এবার ‘বিগ বস’-এর অন্দরমহলের বাসিন্দা হতে চলেছেন৷ এছাড়াও থাকছেন আরও অনেকেই৷

[একমাস পরেই আসছে ‘বিগ বস ১২’, পিছোচ্ছে ‘খতরোঁ কে খিলাড়ি’র সম্প্রচার]

The post বেজায় ব্যস্ত ভাইজান, কিন্তু কীসের এত ব্যস্ততা তাঁর? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement