shono
Advertisement

জাসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী?

কেনইবা এতদিন পর মুখ খুললেন? The post জাসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 PM Sep 23, 2018Updated: 03:09 PM Apr 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ অতিক্রম করে ফেলেছে টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত রিয়্যালিটি গেম শো ‘বিগ বস’৷ প্রথম সপ্তাহ থেকেই জমে গিয়েছে শো৷ বরাবরের মতো এবারের সিজনও দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে৷ প্রথম সপ্তাহ দেখেই বোঝা যাচ্ছে এবারের ‘বিগ বস’ আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে৷ ঘরের মধ্যে রয়েছে নানান রঙ, নানান স্বভাব ও পেশার মানুষ৷ হাঁটুর বয়সী সঙ্গিনী জাসলিনকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করেছেন ভজন সম্রাট অনুপ জালোটা৷ প্রথম দিন থেকেই টেলিটাউনের হট টপিক তাঁদের জুটি৷ অনুপের সঙ্গে জাসলিনের সম্পর্ক নিয়ে আগেই মুখ খুলেছেন জাসলিনের বাবা৷ এবার মৌনতা ভাঙলেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী সোনালি রাঠৌর৷

Advertisement

[বর্ণবৈষম্যের শিকার শিল্পা, সোশাল মিডিয়ায় প্রতিবাদ অভিনেত্রীর]

জাসলিন ও অনুপের প্রেম নিয়ে কেবল দর্শকদের মধ্যেই কৌতূহল তৈরি হয়নি৷ পাশাপাশি, তাঁদের সম্পর্কে বিশদে জানতে চান ‘বিগ বস ১২’-র অন্যান্য প্রতিযোগীরাও৷ সেই কারণেই প্রথম সপ্তাহে ‘সাংবাদিক সম্মেলন’ টাস্কে একাধিক জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয় এই অসম বয়সের জুটিকে৷ সাফল়্যের সঙ্গে অন্যান্য প্রতিযোগীদের ছোঁড়া বাউন্সার সামলে দেন এই গুরু-শিষ্যা জুটি৷ রাখঢাক না করেই তাঁদের সম্পর্কের বিষয়ে খোলামেলা উত্তর দেন তাঁরা৷ এমনকী, তাঁর মেয়ের সঙ্গে বয়স্ক অনুপের প্রেমের কাহিনি সম্পর্কে মুখ খোলেন জাসলিনের বাবা কেসর মাথারা৷ তিনি বলেন, “শুধু আমি নই, গোটা পরিবারই এমন খবরে অবাক হয়েছে৷ কিন্তু যতক্ষণ না মেয়ের সঙ্গে মুখোমুখি দেখা হচ্ছে, ততক্ষণ ওর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না৷ ও এখন বিগ বসের ঘরে৷ আমরা চাই ভালভাবে খেলে জিতে ফিরুক৷ শোয়ে আরও অনেক প্রতিযোগী রয়েছে যাঁরা অতীতে নানা বিতর্কে জড়িয়েছেন৷ আমার মেয়ে তো ভুল কিছু করেনি৷ তাই ওর পাশেই আছি৷ শুধু চাই বিগ বসে গিয়ে নিজের নাম উজ্জ্বল করুক৷”

[‘লাভযাত্রী’ নিয়ে সলমনের বিরুদ্ধে মামলা দায়ের বিহারে]

এবার, তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে জাসলিনের সম্পর্কের বিষয়ে মৌনতা ভাঙলেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী সোনালি৷ প্রাক্তন স্বামীর বর্তমান সম্পর্কের বিষয়ে তাঁর কোনও অভিযোগ নেই বলেই জানান তিনি৷ বলেন, ‘বিগ বস দেখছি না৷ আমি নিজের বর্তমান জীবন নিয়ে সুখে রয়েছি৷ তবে অনুপ ও জাসলিনকে তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য আগাম শুভেচ্ছা৷’

The post জাসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement