shono
Advertisement

‘জুয়া’য় উৎসাহ! যুব সমাজকে বিভ্রান্ত করার অভিযোগে মামলা সৌরভ-রোহিত-আমিরদের বিরুদ্ধে

অনলাইন ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করে বিপাকে তারকারা।
Posted: 01:57 PM Apr 13, 2023Updated: 01:57 PM Apr 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করে এবার রীতিমতো বিপাকে সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পাণ্ডিয়া, আমির খানরা। একযোগে এদের সকলের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিহারের এক সমাজকর্মী। তাঁর অভিযোগ, ক্রিকেট এবং চলচ্চিত্র জগতের এই আইকনরা জুয়া খেলায় উৎসাহ দিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করছেন।

Advertisement

গত কয়েক বছরে ভারতে অনলাইন ফ্যান্টাসি লিগগুলির (Online Fantasy League) রমরমা কয়েক গুণ বেড়েছে। কোনওটায় ১ কোটি, কোনওটায় ২ কোটি, এমন কোটি কোটি টাকার পুরস্কারের লোভ দেখানো হচ্ছে। আর সেসব বিজ্ঞাপনে মুখ দেখাচ্ছেন সৌরভ, রোহিত, হার্দিক (Hardik Pandya), আমির, আর মাধবনদের মতো আইকনরা। আইনি বাধা না থাকায় নিশ্চিন্তে এই ফ্যান্টাসি লিগে মজেছে যুবসমাজ। তাদের জন্য রীতিমতো আসক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে অনলাইন ফ্যান্টাসি অ্যাপগুলি।

[আরও পড়ুন: বিরোধী ঐক্যের স্বার্থে ‘উদারতা’ কংগ্রেসের, সোনিয়ার বদলে UPA চেয়ারপার্সন হতে পারেন নীতীশ!]

সেখানেই আপত্তি বিহারের সমাজকর্মী তামান্না হাসমির (Tamannah Hasmi)। বিহারের এক আদালতে এই তারকাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। তাঁর দাবি, “এই তারকারা দেশের যুবসমাজের অতীত-ভবিষ্যৎ দুটোই নষ্ট করছেন। জুয়া খেলায় উৎসাহ দিয়ে, তাদের বিপথে চালনা করছেন। এতা যুবসমাজ জুয়াতে আসক্ত হয়ে পড়ছে।” আগামী ২২ এপ্রিল আদালতে ওই মামলার শুনানি রয়েছে।

[আরও পড়ুন: আরও বিপাকে রাহুল গান্ধী, এবার সাভারকার মন্তব্যের জেরে দায়ের মানহানির মামলা]

যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপন করার জন্য তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও কোনও মামলাতেই এখনও সেভাবে কোনও তারকাকে শাস্তি পেতে হয়নি। তবে ফ্যান্টাসি লিগের বাড়বাড়ন্তের ভয়ংকর প্রভাব যে সমাজে পড়তে পারে, সেটা মেনে নিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement