সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতের সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেই ট্র্যাভিস হেডের মেলবোর্ন টেস্টে খেলা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা তৈরি হয়। ব্রিসবেন টেস্টে কুঁচকিতে চোট পেয়েছিলেন হেড। কিন্তু বক্সিং ডে টেস্টে কি খেলবেন তিনি? সেই বিষয়ে জানালেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের।
বেশ কিছুদিন ধরেই কুঁচকির চোট নিয়ে ভুগছেন হেড। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য বেশিক্ষণ ব্যাট করেননি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ফিল্ডিংয়ে নামেননি। সেকারণেই অনেকের মনে ধারণা তৈরি হয় যে হেডের চোট বেড়েছে। সেটা অস্বীকার করছেন না অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড। কিন্তু তিনি আত্মবিশ্বাসী, মেলবোর্নেও হেডের মোকাবিলা করতে হবে ভারতকে। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ ইনিংস মিলিয়ে ৪০৯ রান হয়ে গিয়েছে হেডের। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও সেঞ্চুরি করেছেন তিনি।
তিনি বলছেন, "হেডকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমি তো সেরকম কিছু দেখলাম না। ট্রেনিংয়ের পরেও কোনও সমস্যা নেই। আমি আত্মবিশ্বাসী যে, হেড খেলবে। ব্যাট হাতে ও যথেষ্ট ছন্দে আছে। আমরা ঝুঁকি নিয়ে চাই কিনা, সেটাই আসল কথা। এটা ঠিক যে, সামান্য সমস্যা আছে। তবে এখন ও অনায়াসে দৌড়চ্ছে। আশা করছি বক্সিং ডে টেস্টের আগেই হেড পুরোপুরি তৈরি হয়ে যাবে।" যদিও অনুশীলনে অন্য ছবি দেখা গেল। নেটে বেশিক্ষণ অনুশীলন করেননি। তারপর ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন।
অন্যদিকে অভিষেক হতে চলেছে ১৯ বছর বয়সি ওপেনার স্যাম কনস্টাসের। প্রথম তিনটি টেস্টে ন্যাথান ম্যাকসুইনি থাকলেও বাকি দুটিতে সুযোগ পেয়েছেন কনস্টাস। তাঁকে নিয়ে ম্যাকডোনাল্ডের বক্তব্য, "আমি আগেও বলেছি, বয়স আমাদের ক্ষেত্রে কোনও বাধা নয়। আর কনস্টাস যে ধরনের শট খেলে, তাতে বিপক্ষের উপর চাপ তৈরি করা যায়। ও সুযোগ পাচ্ছে। কনস্টাসের খেলা দেখার জন্য আমরাও মুখিয়ে আছি।" উল্লেখ্য, কনস্টাস বলেছিলেন, বুমরাহকে সামলানোর অস্ত্র তাঁর কাছে তৈরি আছে।