shono
Advertisement

গান্ধীজির ইচ্ছামতো দেশজুড়ে নিষিদ্ধ হোক মদ, জোরাল দাবি নীতীশ কুমারের

২০১৬ সালে বিশ্বের প্রায় ৩০ লক্ষ মানুষ মদ খেয়ে মারা গিয়েছিল, জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। The post গান্ধীজির ইচ্ছামতো দেশজুড়ে নিষিদ্ধ হোক মদ, জোরাল দাবি নীতীশ কুমারের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:02 PM Feb 17, 2020Updated: 03:07 PM Feb 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধীজির আদর্শের কথা মনে করিয়ে দেশজুড়ে মদ নিষিদ্ধ করার আহ্বান জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারে যে অসম্ভবকে তিনি সম্ভব করতে পেরেছেন তা দেশের অন্য রাজ্যগুলিতে বাস্তবায়িত করার ডাক দিলেন।

Advertisement

রবিবার দিল্লিতে “Liquor-free India” নামে একটি আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন নীতীশ কুমার। এই সভায় গোটা দেশে কীভাবে মদকে নিষিদ্ধ করা সম্ভব হয় তা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট বক্তারা। এই বিষয়টিকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে বিহারের উদাহরণ তুলে ধরেন। প্রশংসা করেন নীতীশ কুমারের উদ্যোগেরও। বক্তব্য রাখতে গিয়ে বিহারের পথে গোটা দেশকে চালানোর আহ্বান জানান নীতীশ। মহাত্মা গান্ধীর প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘শুধুমাত্র বিহার বা তার আশপাশের রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ করে কোনও লাভ হবে না। নিষেধাজ্ঞা জারি করতে হলে গোটা দেশজুড়ে করতে হবে। এটা মহাত্মা গান্ধীরও ইচ্ছা ছিল। তিনি বলেছিলেন, মদ জীবনকে নষ্ট করে। তাই দেশ স্বাধীন হওয়ার পর একে নিষিদ্ধ করা উচিত।’

[আরও পড়ুন: ‘শিক্ষা বাড়াচ্ছে বিবাহ বিচ্ছেদ’, বিতর্কিত মন্তব্য মোহন ভাগবতের ]

 

জাতির জনকের ইচ্ছাকে মান্যতা দিয়ে অতীতে ভারতে মদ নিষিদ্ধ করা হয়েছিল বলে জানান তিনি। কিন্তু, পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এটা ভুল সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। জানান, অতীতে বিহারের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী কারপুরি ঠাকুর মদ নিষিদ্ধ করলেও পুরোপুরি বাস্তবায়িত করতে পারেননি । ২০১৮ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)’র একটি রিপোর্টের কথা উল্লেখ করে নীতীশ আরও বলেন, ‘২০১৬ সালে বিশ্বজুড়ে প্রায় ৩০ লক্ষ মানুষ মদ খেয়ে মারা গিয়েছিল। ভারতেও অনেকে মারা যায়।’

[আরও পড়ুন: নজরে চিন-পাকিস্তান, ৮৩টি তেজস যুদ্ধবিমান কিনছে ভারতীয় বায়ুসেনা ]

 

বিহারে এই নিষেধাজ্ঞা চালুর বিষয়ে বলেন, ‘২০১১ সাল থেকেই রাজ্যে মদ নিষিদ্ধ করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কাজও চলছিল। অবশেষে ২০১৬ সালে সরকারিভাবে মদ নিষিদ্ধ করা হয় বিহারে।’

The post গান্ধীজির ইচ্ছামতো দেশজুড়ে নিষিদ্ধ হোক মদ, জোরাল দাবি নীতীশ কুমারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement