অর্ক দে, বর্ধমান: ট্যাব দুর্নীতি কাণ্ডে এবার বিহার যোগ। বর্ধমান পুলিশের হাতে গ্রেপ্তার ভিন রাজ্য়ের বাসিন্দা। অভিযোগ, ধৃত ব্য়াঙ্ক অ্যাকাউন্টে জালিয়াতির দিকটা দেখত সে। তাকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের হদিশ পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারীরা।
ধৃতের নাম রবীনপ্রসাদ সিং। বিহারের বাসিন্দা। যদিও তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যাবের টাকা চুরি কাণ্ডে এই প্রথম ভিন রাজ্যের বাসিন্দাকে গ্রেপ্তার করা হল। প্রযুক্তির মাধ্যমে ব্যাঙ্কের জালিয়াতির বিষয়টি সে দেখত বলেই খবর। তাকে জিজ্ঞাসাবাদ করে কেলেঙ্কারির বাকিদের হদিশ পাওয়া যেতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। এনিয়ে বর্ধমান পুলিশের হাতে গ্রেপ্তার হল ৫ জন।
এদিকে এই দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। নদিয়ার শান্তিপুর থানা এলাকার তাঁত শিল্পী রিংকু বিশ্বাসের অ্যাকাউন্টে 'তরুণের স্বপ্ন' চুরির টাকা ঢুকেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তাঁকে ডেকে পাঠায় বর্ধমান পুলিশের সাইবার থানা। জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে রিংকুদেবী জানান, ছেলেমেয়ের পড়াশোনার জন্য টাকা পাঠায় তাঁর ভাইয়েরা। সেই টাকার জন্যই এই অ্যাকাউন্ট খোলা। সেখানে কথন ১০ হাজার টাকা ঢুকেছে তিনি জানেন না। তাঁত বুনে সংসার চলে। অভাবের মাঝে সেই টাকা খরচও হয়ে গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
একের পর এক জেলার একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা ‘চুরি’ গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় ১৪০টি মামলা দায়ের হয়েছে। রাজ্য় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মোট ৪০ জন।