shono
Advertisement

Breaking News

সিপিএমের রাজ্য কমিটিতে ‘আমন্ত্রণ’ পাচ্ছেন বিকাশ, বদলাতে পারে গণশক্তির সম্পাদকও

কে হবে গণশক্তির নতুন সম্পাদক?
Posted: 04:03 PM Nov 04, 2023Updated: 04:04 PM Nov 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বদল আসতে চলেছে সিপিএমের রাজ্য কমিটিতে। আমন্ত্রিত সদস্য হিসাবে রাজ্য কমিটিতে ঢুকে পড়তে পারেন রাজ্যসভার সাংসদ তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। একই সঙ্গে বদল করা হতে পারে দলের মুখপত্র গণশক্তির (Ganashakti) সম্পাদক পদেও।

Advertisement

সিপিএমের (CPIM) তিন দিনের রাজ‌্য কমিটির বর্ধিত অধিবেশন শুরু হয়েছে শুক্রবার থেকে হাওড়া জেলা পার্টি অফিসের অনিল বিশ্বাস ভবন অডিটোরিয়ামে। আর সেখানে প্রথম দিনে পাওয়া খবর অনুযায়ী সিপিএমের দৈনিক মুখপত্র গণশক্তি পত্রিকার সম্পাদক বদল হতে পারে বলে জানা গিয়েছে। দলীয় সম্মেলন ছাড়া বর্ধিত অধিবেশনে যদি দলের মুখপত্রের সম্পাদক পদে বদল হয় তবে তা নজিরবিহীন হবে বলেই মনে করছে দলের একাংশ। বর্তমানে গণশক্তির সম্পাদক পদে রয়েছেন দেবাশিস চক্রবর্তী। তার বদলে ওই পদে আসতে পারেন দলের রাজ‌্য সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস‌্য শমীক লাহিড়ী (Shamik Lahiri)। দেবাশিস চক্রবর্তীকে জ্যোতি বসু স্টাডি সেন্টারের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় বিশ্বকাপের টিকিটের খোঁজ, ৯০ হাজার টাকা খোয়ালেন ক্রিকেটপ্রেমী]

সিপিএমের দলীয় মুখপত্র যেভাবে পরিচালিত হচ্ছিল তা নিয়ে দলের একাংশের মধ্যে অভিযোগ রয়েছে। পার্টি লাইন অনুযায়ী দলীয় খবর পরিবেশনে ত্রুটি থেকে যাচ্ছে। অনেক সর্বক্ষণের কর্মী পার্টির পত্রিকা ফ্রন্ট ছেড়ে অন‌্য ফ্রন্টে চলে গিয়েছেন। তাই তড়িঘড়ি দলীয় মুখপত্রের সম্পাদক পদে বদলের চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। বর্ধিত অধিবেশনের শেষে রাজ‌্য কমিটিতে কিছু নতুন মুখকে নেওয়া হতে পারে বলে খবর। দলীয় মুখপত্রের সম্পাদক বদলের যে প্রস্তাব উঠেছে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে। কারণ দলীয় মুখপত্রের সম্পাদক এইভাবে বদল করা হয় না। দলীয় মুখপত্রের সম্পাদক সব সময় রাজ‌্য সম্মেলন থেকেই বদল করার রীতি। ক্ষোভ সামলাতেই এই পদক্ষেপ।

[আরও পড়ুন: আসল না নকল? বাজির শব্দে বিভ্রান্ত হতে পারে পুলিশও, ধন্দ কাটাতে তল্লাশি শুরু বড়বাজারে]

এদিকে সূত্রের খবর, ফৈয়াজ আহমেদ খানকে রাজ‌্য কমিটিতে আনা হতে পারে। পাশাপাশি রাজ‌্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস‌্য করা হতে পারে ডিওয়াইএফআইয়ের (DYFI) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য ও আইনজীবী তথা রাজ‌্যসভার (Rajya Sabha) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement