নব্যেন্দু হাজরা: তিন নয়, যাত্রী নিয়ে এবার পাঁচ জেলায় ঘুরতে পারবে বাইক ট্যাক্সি। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দপ্তর। এতদিন তিন জেলার বাইরে যাত্রী নিয়ে যাওয়া যেত না। একইসঙ্গে এবার থেকে বাইক ট্যাক্সিতে বাণিজ্যিক নম্বর প্লেট ব্যবহার করতে হবে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি এবিষয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একটি বৈঠক করেন অ্যাপ ক্যাব সংগঠনগুলোর সঙ্গে। সেখানেই বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণে আনার কথা তিনি জানান। তিনি জানিয়ে দেন, বাইক ট্যাক্সি সংক্রান্ত একটা গাইডলাইন শীঘ্রই বেরবে। সেই মতো নিয়ম মেনে এগুলো চালাতে হবে। যেমন খুশি ভাড়া নেওয়া বা নিয়ম না মেনে চালানো যাবে না। এদিনের নির্দেশিকায় অবশ্য শুধু তিন জেলা ছাড়িয়ে পাঁচ জেলায় ঘোরার কথা লেখা রয়েছে। বাকি আরও কিছু নিয়ন্ত্রণবিধি আসবে বলে জানিয়েছেন পরিবহণ দপ্তরের কর্তারা।
[আরও পড়ুন: পর্যটনে জোয়ার আনতে ডেস্টিনেশন ওয়েডিংয়ে জোর, বিশেষ প্যাকেজের পরিকল্পনা মোদি সরকারের]
করোনা-কালে ছোঁয়াচ এড়িয়ে কম খরচে গন্তব্যে পৌঁছনোর তাগিদে বাইক-ট্যাক্সির ব্যবহার বেড়েছে। শহর এবং শহরতলিতে প্রায় হাজার পনেরোর বেশি বাইক ট্যাক্সি চলে। অথচ বেশিরভাগই নিয়ম অনুয়ায়ী বে-আইনি। এই ধরনের বাইকের বাণিজ্যিক কাজে ব্যবহারের কোনও রেজিস্ট্রেশন যেমন নেই, তেমনই বহু চালক আবার বেনামে অ্যাকাউন্ট খুলে অ্যাপ-নির্ভর এই বাইক-ট্যাক্সিগুলি চালাচ্ছেন বলেও অভিযোগ পুলিশের। বহু চালক নিজের লাইসেন্সও দেখাতে পারেন না বলে দাবি ট্র্যাফিক আধিকারিকদের। তাই এবার বাইক ট্যাক্সিগুলিকে একটা নিয়ন্ত্রণে আনা হচ্ছে। দেওয়া হবে আলাদা পারমিটও।
অ্যাপ-ক্যাবের মতোই কয়েকটি বিধিনিষেধ ঠিক করে দেওয়া আছে বাইক ট্যাক্সির জন্যও। তাতে বলা হয়, বাইক-ট্যাক্সিতে আলাদা হলুদ নম্বর প্লেট লাগাতে হবে। প্রতিটি বাইকে যাত্রীদের জন্য অবশ্যই রাখতে হবে প্যানিক বাটন। ইত্যাদি। কিন্তু বেশিরভাগ বাইকেরই রেজিস্ট্রেশন যেমন হয়নি, তেমনই শুধু খাতায়-কলমেই রয়ে গিয়েছে বাইক-ট্যাক্সি সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। এবিষয়ে ফের নতুন করে তাই নিয়ন্ত্রণবিধি আসতে চলেছে।