shono
Advertisement

Breaking News

বাইকে স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনা, মৃত পড়ুয়া

গুরুতর আহত আরও এক৷ The post বাইকে স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনা, মৃত পড়ুয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 12:27 PM Oct 20, 2018Updated: 12:30 PM Oct 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেপরোয়াভাবে বাইক চালানোর জেরে আবারও দুর্ঘটনা৷ প্রাণহানি এক স্কুলছাত্রের৷ দুর্ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুতে৷ ওই বাইকে থাকা আরও এক আরোহীও গুরুতর চোট পেয়েছে৷ এসএসকেএম হাসপাতালে ভরতি রয়েছে সে৷ এই দুর্ঘটনার জেরে শনিবার সকালে বেশ কিছুক্ষণ দ্বিতীয় হুগলি সেতুতে তৈরি হয় ব্যাপক যানজট৷ ব্যাহত হয় যানচলাচল৷

Advertisement

[অধীরের ছেড়ে যাওয়া ঘরে বসলেন না সোমেন!]

শুক্রবার রাতে বাইক নিয়ে বাড়ি থেকে বেরোয় একাদশ শ্রেণির ওই ছাত্র৷ সঙ্গে ছিল আরও এক বন্ধু৷ প্রতিমা বিসর্জন করতে যাচ্ছে বলেই বাড়ি থেকে বেরিয়েছিল তারা৷ রাত কেটে গেলেও বাড়ি ফেরেনি দুজনেই৷ শনিবার সকাল দশটা নাগাদ বাইকে চড়ে বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিল ওই কিশোর৷ প্রিন্সেপ ঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়েই বাড়ি ফিরছিল দুজনে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রিজের উপর বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিল সে৷ দ্রুত গতিতে বাইক চালাতে চালাতে আসছিল দুজনে৷ আচমকাই নিয়ন্ত্রণ হারায়৷ ব্রিজের মাঝে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি৷ এরপরই বাইক থেকে ছিটকে পড়ে যান চালক ও আরোহী৷ ঘটনাস্থলেই মারা যায় একাদশ শ্রেণির এক স্কুলছাত্র৷ বাইক চালাচ্ছিল সে৷ আরোহীরও চোট অত্যন্ত গুরুতর৷ এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে স্কুলছাত্রকে৷ বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ এই দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট তৈরি হয়৷ গাড়ি চলাচলও কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়৷ পরে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে পুলিশ৷ দেহ উদ্ধারের পর আবারও যানচলাচল স্বাভাবিক হয়৷

[মোবাইলে প্রেসক্রিপশনের ছবি দেখিয়ে আর মিলবে না ওষুধ!]

এর আগে ষষ্ঠীর দিন ভোররাতেও দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনায় প্রাণ হারান দু’জন৷ তাঁরাও বাইকে চড়েই ওই ব্রিজ দিয়ে যাচ্ছিলেন৷ সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে বিপত্তি৷

The post বাইকে স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনা, মৃত পড়ুয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement