shono
Advertisement

রেল অবরোধের জের, সভায় যোগ দিতে শিলিগুড়ি যাওয়ার পথে দীর্ঘক্ষণ আটকে বিমল গুরুং

আজই শিলিগুড়িতে সভা বিমল গুরুংয়ের।
Posted: 11:41 AM Dec 06, 2020Updated: 11:49 AM Dec 06, 2020

বাবুল হক ও সংগ্রাম সিংহরায়: প্রায় সাড়ে তিনবছর পর আজ, রবিবার শিলিগুড়িতে সভা বিমল গুরুংয়ের (Bimal Gurung)। তাই শনিবার রাতে দার্জিলিং মেলে কলকাতা থেকে এনজেপির উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু আজমনগর রোড স্টেশনে রেল অবরোধ চূড়ান্ত ভোগান্তির শিকার গুরুং। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় তাঁর সভায় পৌঁছন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। যদিও অবশেষে সড়ক পথে শিলিগুড়ি রওনা দিয়েছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকাল ৬ টা নাগাদ মালদহের (Maldah) হরিশচন্দ্রপুর স্টেশন ছেড়ে বিহারের অন্তগর্ত আজিমনগর রোড স্টেশনে পৌঁছয় দার্জিলিং মেল। সেখানেই আদিবাসী বিক্ষোভের মুখে পড়ে ট্রেনটি। নিজেদের দাবিতে অনড় থেকে প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়। ওই ট্রেনে ছিলেন হাজারেরও বেশি পিএসসি দ্বিতীয় দফার পরীক্ষার্থীরা। সকলেই যাচ্ছিলেন শিলিগুড়ি। বিক্ষোভের জেরে পরীক্ষার সময় পেরিয়ে যায়। ফলে এরপর বিক্ষোভ শুরু করেন বিক্ষুদ্ধ পরীক্ষার্থীরা। দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। দীর্ঘক্ষণ আজমনগর স্টেশনে আটকে থাকেন গুরুং। সভা কী হবে, তা নিয়ে সংশয় বাড়তে থাকে। এই পরিস্থিতিতে গুরুংকে সড়ক পথে শিলিগুড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর ইতিমধ্যেই রওনাও দিয়েছেন তিনি। অতএব, সভা নিয়ে সংশয় মিটেছে।

[আরও পড়ুন: এলাকায় ফিরছেন সুশান্ত ঘোষ, পার্টি আড়াআড়ি ভাগ হওয়ার আশঙ্কা]

উল্লেখ্য, প্রায় তিন বছর পর অজ্ঞাতবাস ছেড়ে পুজোর সময়ে প্রকাশ্যে এসেছেন UAPA ধারায় অভিযুক্ত বিমল গুরুং। কলকাতায় সাংবাদিক বৈঠক করে একুশের নির্বাচনে তৃণমূলের পাশে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন রোশন গিরিও। তাঁদের সঙ্গে নিয়মিত কলকাতায় দেখা করেছেন দলের কর্মী, সমর্থকরা। আর তাঁদের মাধ্যমেই পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন গুরুং। অবশেষে আজ, সশরীরে নিজেই পাহাড়ে যাচ্ছেন বিমল।

[আরও পড়ুন: দক্ষিণবঙ্গে কুয়াশার দাপটে দেখা দিয়েও উধাও শীত, উত্তরে বৃষ্টির সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার