shono
Advertisement

সবরীমালায় প্রবেশ চরম অপরাধ! বিন্দুর মেয়েকে স্কুলে নিতে নারাজ কর্তৃপক্ষ

চরমপন্থীদের চোখে মহাপাপ করেছেন তাঁরা৷ The post সবরীমালায় প্রবেশ চরম অপরাধ! বিন্দুর মেয়েকে স্কুলে নিতে নারাজ কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Jan 08, 2019Updated: 05:13 PM Jan 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণের ঝুঁকি নিয়ে, প্রবল বাধাবিপত্তি টপকে সবরীমালা মন্দিরে প্রবেশ করেছিলেন বিন্দু ও কনকদুর্গা৷ ভেঙে দিয়েছিলেন শতাব্দী প্রাচীন প্রথা৷ আঘাত করেছিলেন অচলায়তনের দেওয়ালে৷ কিন্তু চরমপন্থীদের চোখে মহাপাপ করেছেন তাঁরা৷ যার ফল ভুগতে হল বিন্দুর এগারো বছরের মেয়েকে৷ অভিযোগ, আগে আশ্বাস দিলেও, এখন তাঁর মেয়েকে আর ভরতি নিতে চাইছে না তামিলনাডুর আনাইকাট্টির একটি স্কুল৷ কর্তৃপক্ষ বিন্দুকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁর মেয়েকে স্কুলে ভরতি করলে পরিবেশ নষ্ট হবে৷ ফলে কোনওভাবে বিন্দুর মেয়েকে ওই স্কুলে ভরতি করা যাবে না৷

Advertisement

[‘ভারতে কৃষকরা কষ্টে আছেন’, ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা গড়করির ]

বিন্দু কল্যাণী জানিয়েছেন, সোমবার নির্ধারিত সময় মেয়েকে নিয়ে তামিলনাড়ুর বিদ্যা ভানাম উচ্চ বিদ্যালয়ে যান তিনি৷ এবং দেখেন স্কুলের বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বেশ কয়েকজন মানুষ৷ এরপর স্কুলের ভিতরে ঢুকে আরও অবাক হন বিন্দু৷ তিনি বলেন, ‘‘স্কুল কর্তৃপক্ষ আমার সঙ্গে অদ্ভুত ব্যবহার করছিল৷ আগেও দু’বার আমি ওই স্কুলে গিয়েছি৷ তখন তাঁদের ব্যবহার ছিল এক রকম৷ কিন্তু সোমবারের ব্যবহার ছিল সম্পূর্ণ আলাদা৷ স্কুলের প্রধান আমাকে জানান, আমার মেয়েকে স্কুলে ভরতি করলে পরিবেশ নষ্ট হবে৷ ফলে তাঁরা সব জেনেশুনে স্কুলের পরিবেশ নষ্ট করতে পারবেন না তিনি৷’’ যদিও এই ঘটনার জন্য সম্পূর্ণ দোষ স্কুলের উপর চাপাতে নারাজ বিন্দু কল্যানী৷ তিনি জানান, তাঁর বিরুদ্ধে স্কুলের বাইরে প্রায় ৫০ থেকে ৬০ জন স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাচ্ছিল৷ যা দেখে ভয় পেয়ে গিয়েছিল কর্তৃপক্ষ৷ এমনকী, তাঁর মেয়েকে ভরতি না নিতে পারার জন্য বিন্দুর কাছে নাকি দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ৷

[বিজেপির রথযাত্রা নিয়ে রাজ্যের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট]

বিন্দু নিজেও একজন শিক্ষিকা৷ তিনি আরও জানান, মেয়েকে নতুন স্কুলে ভরতির কথা নিজের স্কুলের কয়েকজন শিক্ষিকাকে জানিয়েছিলেন তিনি৷ এবং শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলেন৷ তাঁর আশঙ্কা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই বিক্ষোভকারীদের কাছে তথ্য পাচার হয়েছে বা কেউ বিক্ষোভকারীদের জানিয়েছে৷ প্রসঙ্গত, সবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশের বিষয়ে গত সেপ্টেম্বরে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ প্রাচীন রীতি খারিজ করে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, সব বয়সের মহিলারা প্রবেশ করতে পারবেন আয়াপ্পা স্বামীর মন্দিরে৷ এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কেরল৷ বিক্ষোভে নামেন কট্টর হিন্দুত্ববাদীরা৷ একাধিকবার মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেন বিভিন্ন মহিলা সমাজকর্মীরা৷ কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় তাঁদের৷ সুপ্রিম রায়ের প্রায় চার মাস পর ইতিহাস গড়েন দুই মহিলা, বিন্দু ও কনকদুর্গা৷ পুলিশি নিরাপত্তায় রাতের অন্ধকারে আয়াপ্পা স্বামীর মন্দিরে প্রবেশ করেন বছর চল্লিশের দুই মহিলা। বিন্দুর অভিযোগ, এই ঘটনার পর থেকেই বিভিন্ন সমস্যার সমাধান হতে হচ্ছে তাঁকে এবং তাঁর পরিবারকে৷

The post সবরীমালায় প্রবেশ চরম অপরাধ! বিন্দুর মেয়েকে স্কুলে নিতে নারাজ কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement