shono
Advertisement

সেলুলয়েডে এবার রানাঘাটের রানুর জীবন সংগ্রাম, ছবির নাম কী জানেন?

ছবির পরিচালকও ঠিক হয়ে গিয়েছে। The post সেলুলয়েডে এবার রানাঘাটের রানুর জীবন সংগ্রাম, ছবির নাম কী জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:53 AM Aug 30, 2019Updated: 01:48 PM Aug 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার বোধহয় নিজের জায়গা পাকা করেই ফেলবেন রানাঘাটের রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিংয়ের সৌজন্য তিনি ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গিয়েছেন। কিন্তু এমন এক প্রতিভা শুধু গায়িকা সত্ত্বার মধ্যে সীমাবদ্ধ থাকবেন? বিশেষ করে রানাঘাটের রানু যেভাবে লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছেন, তাতে তাঁর জীবন সেলুলয়েডে তুলে ধরা উচিত বলে অনেকেই দাবি তুলেছেন। নেটিজেনদের সেই দাবি পূরণ করার সিদ্ধান্ত নিয়েছেন নবাগত পরিচালক হৃষিকেশ মণ্ডল।

Advertisement

তবে এর পিছনে কিন্তু অন্য এক বাঙালি মস্তিষ্কও রয়েছে। তিনি ক্যাকটাসের সিধু। শোনা গিয়েছে, রানুর গান শোনার পরই তাঁকে নিয়ে ছবি করার ভাবনাচিন্তা করেন তিনি। ছবিতে যেমন রানুর কথা থাকবে, তেমই থাকবে অতীন্দ্রর কথা। এই অতীন্দ্রই রানুর গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। ছবিটি নিয়ে নাকি সিধু আর অতীন্দ্রর কথাও হয়ে গিয়েছে। অতীন্দ্র জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত কথাবার্তা কিছু হয়নি। কিন্তু প্রজেক্টটি নিয়ে আশাবাদী তিনি। ছবিতে যেক’টি গান থাকবে, সেগুলো রানু নিজেই গাইবেন। তবে রানুর চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও স্থির হয়নি। তবে জানা গিয়েছে, ছবির নাম হতে পারে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার রানু মণ্ডল’।

[ আরও পড়ুন: বলিউডের এক অভিনেতার বাড়িতে কাজ করতেন রানু! ফাঁস চাঞ্চল্যকর তথ্য ]

গত ২০ জুলাই লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নগমা’ গানটি গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার ‘সুরসম্রাজ্ঞী’ হয়ে উঠেছিলেন রানাঘাটের স্টেশন চত্বরের বাসিন্দা রানু মারিয়া মণ্ডল। সেই গান ভাইরাল হতেই দেশের বিভিন্ন জায়গা থেকে তাঁর কণ্ঠের প্রশংসার বন্যা বয়ে গিয়েছিল। দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা এবং মুম্বইয়ের টেলিভিশন প্রোডাকশন হাউস থেকেও কাজের জন্য ডাক পেয়েছিলেন রানু। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। সংগীত পরিচালক রানুকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন। জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপারস্টার সিংগার’-এর মঞ্চে  গানুর গান শুনে মুগ্ধ হয়ে যান হিমেশ। তারপরই এই প্রস্তাব। ইতিমধ্যেই হিমেশের হয়ে ‘তেরি মেরি কাহানি’ গানটি রেকর্ড করেছেন তিনি। শোনা যাচ্ছে, হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’তে প্লেব্যাক করেছেন রানু। এবার যদি তাঁর স্ট্রাগলিং পিরিয়ডের গল্প সেলুলয়েডে উঠে আসে তবে তো কথাই নেই। তবে অনকে আবার প্রশ্ন তুলেছেন, এত খ্যাতি রানু হজম করতে পারবেন তো? এর মধ্যেই তো ক্যামেরার সামনে অতীন্দ্রকে ‘ভগবানের চাকর’ বলে ফেলেছেন তিনি। খ্যাতির বিড়ম্বনা হজম করা তো আর চাট্টিখানি কথা নয়!

[ আরও পড়ুন: কলকাতার ‘জন্মদিন’ নিয়ে বিতর্কিত ভিডিও, আইনি নোটিস প্রসেনজিৎকে ]

The post সেলুলয়েডে এবার রানাঘাটের রানুর জীবন সংগ্রাম, ছবির নাম কী জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার