সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের জন্মের পরই মিলেছিল দুঃসংবাদ! হার্টে দুটো বড় ছিদ্র। ডাক্তারদের কথা শুনে ভেঙে পড়েছিলেন প্রথমটায় মা বিপাশা বসু (Bipasha Basu)। পরে মেয়ে দেবীর যখন তিন মাস বয়স, তখন ওপেন হার্ট সার্জারি হয়। মা হিসেবে কঠিন সময়ে সামলেছেন নিজেকে আর স্বামী করণ গ্রোভার সিংকে। এবার মেয়ে দেবী সুস্থ হওয়ার পর বাড়িতে ভক্তিভরে সত্যনারায়ণ পুজো করলেন বিপাশা বসু।
মুম্বইয়ে থাকলেও বাঙালিয়ানা ভোলেননি অভিনেত্রী। বাঙালি রীতি মেনেই পাঞ্জাবী করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিপাশা। এমনকী অভিনেত্রীর কলকাতার বাড়িতে জামাইষষ্ঠী খেতে এসেও রকমারি বাঙালি পদ খেতে গিয়ে বেগ পেতে হয়েছিল করণকে। এমনকী, বাঙালি নিয়মে সাধভক্ষণ অনুষ্ঠান থেকে ৬ মাস বয়সে মেয়ের অন্নপ্রাশনও করেছেন করণ-বিপাশা। এবার নায়িকার বাড়িতে সত্যনারায়ণ পুজোও হল।
[আরও পড়ুন: ‘জীবনে কী পাব না…’, ‘দ্বিতীয় পুরুষ’ থেকে মঞ্চ, অনির্বাণ-পরমের যুগলবন্দিতে হইচই, দেখুন]
পুজোর কিছু ঝলক নিজেই শেয়ার করলেন বিপাশা বসু। সেখানেই দেখা গেল নিজে হাতে সিন্নি মাখছেন অভিনেত্রী। স্বামী-স্ত্রী দুজনের কপালেই সিঁদুরে টিপ। বাঙালি এয়ো স্ত্রীদের মতো হাতে শাঁখা-পলাও পরেছেন বিপাশা। খুদে দেবীকেও দেখা গেল রংচঙে পোশাকে। মা, দাদু-দিদার কোলে দিব্যি আদর খাচ্ছে সে। আর বিপাশার বাড়ির সত্যনারায়ণ পুজোর ছবি দেখে ধন্য ধন্য করছে নেটপাড়া।
বাঙালিয়ানা বজায় রাখার জন্য ‘সংস্কারিকন্যা’র তকমাও পেলেন বিপাশা। কেউ বা বললেন, “বড় তারকা হওয়া সত্ত্বেও আপনি যে নিজের সংস্কৃতি, শিকড় ভুলে যাননি দেখে ভালো লাগল।”