shono
Advertisement

মণিপুরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বীরেন সিং

রাজভবনে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ সমারোহ৷ The post মণিপুরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বীরেন সিং appeared first on Sangbad Pratidin.
Posted: 02:09 PM Mar 15, 2017Updated: 08:39 AM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক টানাপোড়েনের শেষে মণিপুরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বীরেন সিং৷ উপ-মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন এনপিপি নেতা জয়কুমার৷ বুধবার, রাজধানী ইম্ফলের রাজভবনে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান৷ যদিও রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস, তবুও পরিসংখ্যান মেনে গতকাল বিজেপি জোটকেই সরকার গড়ার আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল৷

Advertisement

গত ১৫ বছর ধরে মণিপুরে ক্ষমতায় ছিল কংগ্রেস। এবারও ৬০ টি-র মধ্যে ২৮টি আসনে জয়লাভ করেছিল তাঁরা। সেখানে প্রধান প্রতিপক্ষ বিজেপি পেয়েছিল ২১টি আসন। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় সরকার গড়তে জরুরি ৩১ জনের সমর্থন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের সরকার গড়তে চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করার আগেই বিজেপি ঘোষণা করে, তাদের সঙ্গে ৩২ জন বিধায়কের সমর্থন আছে। বিজেপিকে সমর্থন জানিয়েছে এনপিপি (৪), এপিএফ (৪) এবং এলজেপি (১)। নির্দল প্রার্থী আসাবউদ্দিনও বিজেপিকে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। নাটকীয় ভাবে বিজেপিকে প্রায় শেষ মুহূর্ত সমর্থন জানিয়েছিলেন তৃণমূল ও কংগ্রেস বিধায়কও৷

[নির্বাচনে কারচুপি করে জিতেছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ চিদম্বরমের]

উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠতা পেয়েও মণিপুর হাত ছাড়া হয়ে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা৷ বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগও এনেছেন  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম৷ বিজেপি গোয়া, মণিপুরে জিততে পারেনি, তাই সেখানে তাদের সরকার গড়ার অধিকার নেই বলেও মত তাঁর।

[পুরুষদের হস্তমৈথুনেও ধার্য হচ্ছে জরিমানা!]

The post মণিপুরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বীরেন সিং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement