shono
Advertisement

বড়পর্দায় এবার কমেডি ছবি আনছেন পরিচালক বিরসা

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুদ্রনীল ঘোষ। The post বড়পর্দায় এবার কমেডি ছবি আনছেন পরিচালক বিরসা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 PM Feb 22, 2019Updated: 09:04 PM Feb 22, 2019

শম্পালী মৌলিক: না, নয়ের দশকের সেই জনপ্রিয় ধারাবাহিক নয় বা বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখাও নয়। যেটা খবর, বিরসার এই ছবির জন্য চিত্রনাট্য এবং সংলাপ লিখছেন রুদ্রনীল ঘোষ। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করতে দেখা যাবে তাঁকে। আর কারা রয়েছেন প্রধান চরিত্রে? পরিচালকের কাছ থেকেই জানা গেল এই ছবিতে অন্যতম মুখ্য আরও তিনটি চরিত্রে থাকছেন সোহিনী সরকার, মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা। গত সোমবার পর্যন্ত পাওয়া খবর তেমন। এর আগে যখন ‘এসভিএফ’ ২৫টি ছবির মেগা ঘোষণা করেছিল তখনই ঠিক ছিল বিরসা ‘বিবাহ অভিযান’ ছবিটি করবেন। কিন্তু তখনও কাস্টিং চূড়ান্ত হয়নি। এবারে ছবির শুটিং শুরু হয়ে যাবে মার্চের শেষের দিকে।

Advertisement

[বাবার পথে হেঁটে তবে কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ?]

দেখা যাক ছবির গল্প কেমন? “সরল-সহজ একটা মেনস্ট্রিম ছবি করতে চাই, তাই ‘বিবাহ অভিযান’। যেমন ‘আন্দাজ আপনা আপনা’ আমার খুব পছন্দের ছবি বা ভাল লাগে প্রিয়দর্শনের ছবি। আবার যদি আগেকার দিনের যেসব বাংলা সিনেমা ওয়ার্ক করত, সেইদিকে তাকাই, তাহলে দেখব-‘মৌচাক’, ‘দাদার কীর্তি’, ‘লুকোচুরি’, ‘যমালয়ে জীবন্ত মানুষ’-এর মতো ছবির নাম উঠে আসে। এই যে হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে বাসু চট্টোপাধ্যায়, মানে বলতে চাইছি মেনস্ট্রিম আর অন্যরকম ছবি কিন্তু আলাদা ছিল না। যেমন ধরুন, ‘হেরাফেরি’ যে কোনও লোক দেখবে। সেইখান থেকে বলছি এমন ছবি করতে চলেছি যেটা সবাইকে কানেক্ট করবে। যতটা সহজ কথা বলে মানুষকে আনন্দ দেওয়া যায়, সেটাই রুদ্র-আমার, মানে আমাদের সকলের উদ্দেশ্য। আপাদমস্তক বাঙালিয়ানায় মোড়া কাহিনি। গল্প বলতে আদতে দুই প্রিয় বন্ধুর গল্প। একজন বয়সে একটু বড়, তার সম্বন্ধ করে বিয়ে হয়েছে। কালো-বেঁটে বলে একটু বেশি সময়ও লেগেছে বিয়ে হতে। যেটা করছে রুদ্রনীল। আর অন্য ছেলেটি করছে অঙ্কুশ। যে ভবানীপুরের ফরসা, গোবেচারা যুবক। এককথায় ভাল টিপিক্যাল বাঙালি ছেলে, পাড়ায় যার ভদ্র বলে সুনাম। অন্যদিকে রুদ্র হল তার বেস্টফ্রেন্ড। রুদ্রর সঙ্গে যার সম্বন্ধ করে বিয়ে হয়েছে সে হল সোহিনী। এই মেয়েটি শাখা-পলা, সিঁদুর পরা ঠাকুরভক্ত, সিরিয়াল যার ধ্যানজ্ঞান। ওদিকে তার বর রুদ্র খুব লজিক্যাল। নিজের কমপ্লেক্স থেকে সে সাজে বেশি, চাকরি ভালই করে, খুব হেল্পফুলও। অন্যদিকে অঙ্কুশের যার সঙ্গে প্রেম হয় সেই চরিত্রটা করছে মিমি। লেট কলেজ লাইফের ভালবাসা। অঙ্কুশ দেখে একটি মেয়ে কুকুর নিয়ে আন্দোলন করছে। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং প্রতিবাদী এই মেয়ে। জিনস কুর্তা পরে, মিনিম্যালিস্ট সাজ তার। এমন একজন ছেলেকে বিয়ে করতে চায় যে রান্না করবে, এদের প্রেম হয়ে যায়। কিন্তু বিয়ের পর দুটি ছেলেই বোঝে তারা দু’জনেই বউ পাগলা কিন্তু বিবির গোলাম। এমন পরিস্থিতি থেকে তারা মুক্তি চায়। এইখান থেকেই শুরু হয় কমেডি অফ এরর্স। বরের বউকে বলা একটা মিথ্যে ঢাকতে আরও মিথ্যে চলে আসে, ফলে মজার সিচুয়েশন তৈরি হয়।”

[শহিদ কন্যাদের পড়াশোনার খরচের দায়িত্ব নিলেন রবিনা]

ছবির ক্যামেরার দায়িত্বে শুভঙ্কর ভড়। মিউজিক করছেন অরিন্দম এবং গান লিখছেন প্রসেন। প্রসঙ্গত, এটাই বিরসার প্রথম মেনস্ট্রিম কমেডি ছবি হতে চলেছে।

The post বড়পর্দায় এবার কমেডি ছবি আনছেন পরিচালক বিরসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement