সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছর পরে ভারতে পা রেখেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাবর আজমরা (Babar Azam)।
হায়দরাবাদে পাক ক্রিকেটারদের থালায় খাবারের মেনুও জিভে জল আনার মতোই। যা খাওয়ার পরে পাক ক্রিকেটাররা তৃপ্তির ঢেকুর তুলছেন।
শাহিন আফ্রিদি-বাবর আজমদের প্রতিদিনের মেনুতে থাকছে মাটন, মুরগির মাংস, সুস্বাদু সব মাছ, ভেঁড়ার মাংসের চপ, বাটার চিকেন, গ্রিলড ফিশ, বাসমতী চালের ভাত, নিরামিষ পোলাও-সহ আরও অনেক ডিশ। ক্রিকেটারদের স্বাদ বদলের জন্য থাকছে হায়দরাবাদের হরেকরকমের বিরিয়ানিও। দুর্দান্ত সেই সব খাবার চেখে দেখার পরে হ্যারিস রউফ-শাদাব খানরা বলছেন, ”জবরদস্ত, মাজা আ গয়া।”
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘আমাকে গ্রেপ্তার করা হয়নি!’ দাবি করলেন বাবরদের সুপার ফ্যান ‘বসির চাচা’]
শুধু পাকিস্তান নয়, বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলির জন্য খাদ্যতালিকায় থাকছে না গোমাংস। তার পরিবর্তে হায়দরাবাদে যে খাবার বরাদ্দ করা হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের, তা এককথায় লোভনীয়।
উল্লেখ্য, ৬ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। শাহিন আফ্রিদিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচও হায়দরাবাদে। তার পরেই রয়েছে ভারত-পাক মহারণ। যে ম্যাচ বিশ্বকাপের সব চেয়ে বড় বক্স অফিস।