স্টাফ রিপোর্টার : ভাষা শহিদ মঞ্চ থেকে ‘দাওয়াত ও পানি’ দুই শব্দ নিয়ে আপত্তির কথা জানিয়ে বাংলার বিদ্বজ্জনেদের একটা বড় অংশের বিরাগভাজন হয়েছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। ওই মঞ্চে দঁাড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীই তাঁর বিরোধিতা করে বুঝিয়ে দেন, শুভাপ্রসন্ন যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাষার প্রসারের কথা বলছেন, তার সঙ্গে তিনি একমত নন। ভাষা মানে যে আসলে যোগাযোগের মাধ্যম তা বোঝাতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ল্যাঙ্গুয়েজ মিনস কমিউনি কেশন।’’ শুক্রবার শুভাপ্রসন্নকে তীব্র কটাক্ষ করে ‘জলপানি’ শীর্ষক এক কবিতা লিখে বাংলার বিদ্বজ্জন মহলে তীব্র আলোড়ন ফেলে দিয়েছেন প্রখ্যাত কবি বীথি চট্টোপাধ্যায়। বীথি লিখেছেন, ‘পানির ওপর জল নাকি সে জলের ওপর পানি/রবীন্দ্রনাথ আকাশ দেখে লিখেছেন আসমানী’। শুরুতে বাঙালির চিরন্তন ভাষা জোগানোর প্রবাদপুরুষ রবীন্দ্রনাথের প্রসঙ্গ আনার পাশাপাশি পরেই তিনি সটান চলে গিয়েছেন মা কালীর চরণ থেকে ফিরিঙ্গি, এমনকী, দোঁহা বৌদ্ধ কবির অনুষঙ্গে। নাম না করে নানা কমিটির চেয়ারম্যান শুভাপ্রসন্নকে আক্রমণ করে লিখেছেন, ‘জলের পাশে পানি তাতে অদৃশ্য এক সুতো/দেওয়াল জুড়ে দাপিয়ে গেল চেয়ারম্যানের ভূত-ও।’ কবিতার শেষপর্বে তিনি যাঁর ভাবশিষ্যা বলে পরিচিত সেই সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ুনের লেখার তথ্য তুলে এনে ‘দাওয়াত ও পানি’ বিতর্ক সৃষ্টির প্রসঙ্গে ঘুরিয়ে শুভাপ্রসন্নর মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছেন বীথি। লিখেছেন, ‘এসব কথা খুবই সহজ, আমরা সবাই জানি/সুনীলদা জল লিখলে সেটা হুমায়ূনের পানি।’
[আরও পড়ুন: ‘আপনার মতো ভগবান পাশে ছিল বলে…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ‘অসহায়’ মা-মেয়ে ]
মুখ্যমন্ত্রীর আপত্তির পরেও গত তিনদিনে নানা টিভি চ্যানেলে শুভাপ্রসন্ন বোঝাতে চেয়েছেন, তিনিই ঠিক। এমনকী, মুখ্যমন্ত্রীর আপত্তির নেপথে্য ‘রাজনৈতিক বাধ্যবাধকতা’ রয়েছে বলেও মন্তব্য করেন চিত্রশিল্পী। এর পরই নেত্রীকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভাপ্রসন্নকে তোপ দেগে বলেন, ‘‘পানি-জল এসব নিয়ে অনেক বাড়াবাড়ি করছেন। অকারণ বিতর্ক তৈরি করছেন।’’ আর এদিন বেলায় নিজের ফেসবুকে বীথি চট্টোপাধ্যায়ের ‘জলপানি’ কবিতাটি শেয়ারও করেন কুণাল। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘‘বীথি চট্টোপাধ্যায় নিজের জলপানি কবিতায় লিখেছেন, যেটা জল, সেটাই পানি। কী সুন্দর কবিতা। কী সুন্দর ভাবনা। লেখক, শিল্পী, সহিত্যিকদের তো এমন ভাবনাই হওয়া উচিত।’’ এর পরই অবশ্য তৃণমূল মুখপাত্র জানান, ‘‘আমাদের দু’জনের মধ্যে আজ কথা হয়েছে। শুভাদা বা আমি আর এসব নিয়ে কিছু বলব না।’’