সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই বাংলার ২০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু বেঁকে বসেন আসানসোল থেকে টিকিট পাওয়া পবং সিং। ফলে ওই আসনে কে লড়বেন, তা নিয়েও সংশয় ছিল। এদিকে বাকি ২২ টি আসনের কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিল বঙ্গ বিজেপির নেতৃত্বরা। ফলে প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে একাধিকবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এসবের মাঝে রবিবার রাতে আরও ১৯ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। দেখে নিন কোন আসনে লড়বেন কে।
[আরও পডুন: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ, হাই কোর্টের নির্দেশে খুলল ওয়েবসাইট]
জলপাইগুড়ি: জয়ন্ত রায়
দার্জিলিং: রাজু বিস্তা
জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ
রায়গঞ্জ: কার্তিক পাল
বর্ধমান-দুর্গাপুর: দিলীপ ঘোষ
বর্ধমান পূর্ব: অসীমকুমার সরকার
মেদিনীপুর: অগ্নিমিত্রা পল
তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কৃ্ষ্ণনগর: অমৃতা রায়
বসিরহাট: রেখা পাত্র
বারাসত: স্বপন মজুমদার
দমদম: শীলভদ্র দত্ত
বারাকপুর: অর্জুন সিং
উলুবেড়িয়া: অরুণোদয় পালচৌধুরী
শ্রীরামপুর: কবীরশংকর বোস
আরামবাগ: অরূপকান্তি দিগড়
কলকাতা উত্তর: তাপস রায়
কলকাতা দক্ষিণ: দেবশ্রী চৌধুরী
মথুরাপুর: অশোক পুরকাইত
[আরও পড়ুন: বিহারী রং নয়, বাংলা নিজের আবির চায়, মুখ্যমন্ত্রীর বার্তা সফল করতে উদ্যোগী কলেজছাত্রীরা]
এখনও চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। সেগুলো হল, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, বীরভূম ও আসানসোল। ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিস্তর কাঁটাছেড়া চলছে বিজেপির অন্দরে। কারণ, লড়াই বেশ কঠিন। এবার অভিষেককে টেক্কা দিতে কার উপর ভরসা করে পদ্মশিবির, সেদিকেই নজর সকলের। এদিকে, প্রথমদিকেই আসানসোলের প্রার্থী হিসেবে পবন সিংয়ের নাম ঘোষণা করা হলেও তিনি সরে দাঁড়ান। সেই আসনে কে লড়বেন সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি বিজেপির তরফে।