shono
Advertisement

ভবানীপুরে প্রচারে বেরিয়ে ফের স্থানীয়দের বাধার মুখে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বচসা পুলিশের সঙ্গেও

'জয় বাংলা' স্লোগান দেন স্থানীয় ভোটাররা।
Posted: 10:43 AM Sep 16, 2021Updated: 12:21 PM Sep 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবার। প্রচারে বেরিয়ে ফের মেজাজ হারালেন ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তাঁর দাবি, কোভিডবিধি লঙ্ঘনের দায় চাপানোর জন্য ইচ্ছা করে তাঁর প্রচারের সময় ভিড় বাড়াচ্ছে সাদা পোশাকের পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অলিগলিতে ঘুরে প্রচার চালান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। তাঁর দাবি, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাত্র ৪ জনকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছেন তিনি। তবে যাতে তার বিরুদ্ধে কোভিডবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা যায়, সে কারণে ভোটপ্রচারের সময় সাদা পোশাকের পুলিশ ভিড় জমাচ্ছেন। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন সে সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য শাসকদলের হাতে পৌঁছে দেওয়ার জন্যই পুলিশ এই কাজ করছেন। পুলিশি নিরাপত্তা প্রয়োজন নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।

[আরও পড়ুন: Manike Mage Hithe গানেই সুপারহিট! জানেন YouTube থেকে গায়িকা ইয়োহানির রোজগার কত?]

এছাড়াও এদিন স্থানীয় ভোটারদের সঙ্গে জনসংযোগ সারেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভোটদানের আরজি জানাতে গিয়ে আরও একবার ‘হোঁচট’ খান ভবানীপুরের বিজেপি প্রার্থী। স্থানীয়দের দাবি, ‘ঘরের মেয়ে’র নির্বাচনী কেন্দ্রে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। ওই ভোটারকে প্রথমে আশ্বস্ত করার চেষ্টা করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রার্থীর সঙ্গে বচসা চলাকালীন স্থানীয় ভোটাররা আরও একবার ‘জয় বাংলা’ স্লোগান দেন তাঁকে। তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে যান তিনি। এলাকা ছাড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

উল্লেখ্য, এর আগে বুধবারও একই ঘটনা ঘটে। ওইদিন সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারে প্রচার শুরু করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার সারছিলেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে চলছিল জনসংযোগ। তবে প্রত্যেক বাড়ির বাসিন্দারা তাঁকে দেখে ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে স্লোগান দেন । স্থানীয়দের মুখে ‘ঘরের মেয়ে’র নামে স্লোগান শুনে কার্যত মেজাজ হারান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। “বাচ্চা মেয়ে হলে এত ভয় কেন”, আরও একবার সে প্রশ্ন করেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একবার একই ঘটনার সাক্ষী প্রিয়াঙ্কা।

[আরও পড়ুন: এবার খাদান থেকে তোলা বালি বিক্রি করবে রাজ্যই, অনলাইনে চলবে বেচাকেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement